সাম্প্রতিক খবর

জুলাই ১৭, ২০১৮

শীতের মধ্যেই রাজ্যে আরও ১১টি স্বয়ংক্রিয় বায়ু দূষণ মাপার যন্ত্র

শীতের মধ্যেই রাজ্যে আরও ১১টি স্বয়ংক্রিয় বায়ু দূষণ মাপার যন্ত্র

শীতের আগেই রাজ্যে আরও নতুন ১১টি স্বয়ংক্রিয় বায়ু দূষণ পরিমাপক যন্ত্র বসাচ্ছে সরকার। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পরিবেশমন্ত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে, হাওড়ার ঘুসুড়ি, পদ্মপুকুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং শিলিগুড়ি শহরে স্বয়ংক্রিয় বায়ু দূষণ পরিমাপক যন্ত্র রয়েছে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, কলকাতায় ম্যাডক্স স্কোয়ার, বিডন স্কোয়ার, দেশবন্ধু পার্ক, বাসন্তীদেবী কলেজ, যাদবপুরে নতুন বায়ু দূষণ পরিমাপক স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হচ্ছে। এছাড়া শহরতলির মধ্যে সল্ট লেক, জোকা, বারাকপুরে এবং জেলায় চুঁচুড়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও খড়গপুর আইআইটি ক্যাম্পাসেও একই যন্ত্র বসানো হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই যন্ত্র বসানোর গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে সারাদিনের প্রতি মুহূর্তের এই বায়ু দূষণের তথ্য যে কেউই জানতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই কলকাতা একটা বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজায়ন এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার সচেতনতা প্রচার শুরু করা হবে। এছাড়াও, বায়ু দূষণ মোকাবিলায় এবার রাজ্যের আরও কয়েকটি শহরে স্থায়ী অফিস গড়ছে পর্ষদ। ইতিমধ্যে শিলিগুড়ি অফিসের কাজ প্রায় সম্পূর্ণ। শীঘ্রই হলদিয়া এবং আসানসোলেও অফিস তৈরী করা হবে।