Latest News

October 20, 2018

জনতার সংগ্রাম চলবে…… – অভিষেক বন্দ্যোপাধ্যায়

জনতার সংগ্রাম চলবে…… – অভিষেক বন্দ্যোপাধ্যায়

“পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব বিভিন্ন দেশের উত্থান আমার পতনও। যেমন রোমের কথা মনে করুন, রোমের জাতীয় লক্ষ্য ছিল সাম্রাজ্য বিস্তার। যে মুহূর্তে সাম্রাজ্যবাদে বাধা পড়ল অমনি রোম চূর্ণ-ধ্বংস হল। গ্রিসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল গ্রিসও অতীতের গর্ভে বিলীন হয়ে গেল। ঠিক এই অবস্থাই স্পেন ও অন্যান্য দেশগুলির হয়েছে। কিন্তু আমাদের মাতৃভূমি ভারতবর্ষে সেই প্রাণশক্তি আজও অব্যাহত। এই প্রাণশক্তি ভারতবাসী কখনও ত্যাগ করেনি। শত সহস্র ঘৃণ্য কুসংস্কারে ভারতবর্ষ পূর্ণ। তাতে কিছু যায় আসে না। জাতীয় প্রবাহ ও জীবনের উদ্দেশ্য আজও তেমনই আছে।”

To read the full article, click here

এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে