All rural homes in Bengal to have toilets by March 2018

The West Bengal Panchayat and Rural Development department has set March 2018 as the deadline when all rural houses in the state will have toilets.

A high level meeting in this regard was held in the office of the Panchayat and Rural development office on Tuesday. The District Magistrates of Hooghly, East Midnapore and North 24 Parganas were present at the meeting. Senior officials of Public Health Engineering department and UNICEF attended the meeting. The State Commissioner of Panchayat and Rural development department was present at the meeting.

It has been decided that Hooghly will be an open defecation free (ODF) district by August and East Midnapore will be an ODF district by September end. It may be mentioned here that Nadia has become the first to achieve ODF status in the country. Two districts, Burdwan and South 24 Parganas will be open defecation free by March 31, 2017.

The department has taken up massive awareness campaign.

Also, the baseline survey was not flawless and some households got omitted. Attempts have been made to incorporate them in the list.

২০১৮-র মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি হয়ে যাবে

আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি করার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ।

এই নিয়ে গত মঙ্গলবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার জেলা শাসকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও ইউনিসেফের সিনিয়র অফিসাররাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাজ্য কমিশনারও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

আগামী আগস্ট মাসের মধ্যে হুগলি জেলাকে এবং আগামী সেপ্টেম্বরের শেষে পূর্ব মেদিনীপুর জেলাকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া দেশের মধ্যে প্রথম ODF status অর্জন করেছে। বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলাকে ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে জীবাণুমুক্ত করা হবে।

তাছাড়া এই বিভাগ একটি গণসচেতনতা মূলক প্রচারও শুরু করেছে।

 

 

Bengal Govt to distribute 15 lakh bicycles before Puja

The distribution of 15 lakh bicycles under Sabuj Sathi project among students studying in class IX in state run, sponsored and aided schools will start before the Pujas. The project was conceptualised by Chief Minister Mamata Banerjee who also named it and Rs 800 crore was kept for the project in 2015-16 budget. She also sketched the logo of the project. So far the state Backward Classes Welfare department has distributed 25 lakh bicycles among the students of classes X, XI and XII studying in state run, aided and sponsored schools.

The distribution had to be stopped for the time being once the dates of Assembly election were announced. The move once again began after the new government was formed on May 27. The Backward Class Welfare Department has already floated tender and the firms will be selected in July. The department would issue work order in early August.

The spare parts of the bicycles will start arriving from August end. They will be assembled and then distributed among the students from October. The department plans to distribute all the bicycles by December.

The BCW has names of all the 25 lakh students who have received bicycles so far and the names of their fathers, the classes in which they are studying along with the makers of the bicycle and the date of delivery.

The vehicles along with the fitters were sent to the districts. There is absolute transparency in the whole process, from floating of the tender to distribution of bicycles. The project has become immensely popular among the students.

The BCW will carry out a study on the impact of the project. Students of the rural areas and economically challenged background never thought even in their dreams that they would go to school on a bicycle.

 

পুজোর আগে ১৫ লক্ষ বাইসাইকেল বিতরণ করবে রাজ্য সরকার

পুজোর আগে সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ১৫ লক্ষ সাইকেল প্রদান করবে রাজ্য সরকার। এই প্রকল্পটি মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পিত এবং তার নামাঙ্কিত। ২০১৫-১৬ বাজেটে এই প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রকল্পের লোগোও মুখ্যমন্ত্রীর আঁকা। এ পর্যন্ত রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ২৫ লাখ সাইকেল বিতরণ করেছে।

নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এই বাই সাইকেল বিতরণ বন্ধ হয়ে গেছিল। ২৭মে নতুন সরকার গঠনের পর আবার এই প্রক্রিয়া শুরু হয়েছে। অনগ্রসর উন্নয়ন দপ্তর ইতিমধ্যেই টেন্ডার জমা করেছে এবং জুলাই মাসে সংস্থাগুলির নাম নির্দিষ্ট হবে। আগস্ট মাসে দপ্তর অর্ডার দেবে।

যে ২৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে তাদের সকলের নাম, বাবার নাম এবং ক্লাস নথিভুক্ত করা আছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের কাছে।

টেন্ডার জমা থেকে শুরু করে, বাইসাইকেল বিতরণ এই পুরো প্রক্রিয়াটি খুবই স্বচ্ছ। ‘সবুজ সাথী’ প্রকল্পটি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলেছে।

ইতিমধ্যেই অনগ্রসর কল্যাণ বিভাগ এই প্রজেক্টকে আরও উন্নত করার ওপর জোর দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চল ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা এর আগে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি সাইকেলে করে স্কুলে যাওয়ার কথা।

 

 

Real time flood updates now just a click away, ensures WB Govt

The West Bengal Government has reached a milestone by taking the state’s flood management system to a new high. Now, flood updates will be a mouse click away from the minister, officials and district administrations – with more accurate data on a real time basis.

The state Irrigation and Waterways department has developed a system – Software Requirement Specification (SRS) – which enables the administration to instantly take stock of flood situations in various districts.

At least 500 executive engineers, who are presently in charge of River Gauge Station and Rain Gauge Station, will update the data immediately from the spot of flood occurrence.

“This system software is a pioneering effort, done by our department. The Chief Minister will name this project soon” said state Irrigation and Waterways Minister Rajib Banerjee.

“The earlier system of flood data collection was a bit lengthy and took almost a day to update. The executive engineers used to collect data and send it to the headquarters to be updated on the website.

“This is an unparalleled project in the history of the irrigation and waterways department. The Chief Minister has guided us throughout to make it possible,” the Minister said.

Clicking the home page of the department’s website and choosing the option of Daily Flood Report will take web surfers to the page with the updated flood related data.

 

 

বন্যা সংক্রান্ত সব খবরাখবর এখন মাত্র একটি ক্লিকেই, নিশ্চিত করল রাজ্য সরকার

রাজ্যের মুকুটে এবার জুড়ল নতুন পালক। বন্যা প্রতিরোধের জন্য রাজ্যের উদ্যোগে চালু হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখন মাউসের একটা কিল্কেই জানা যাবে বন্যা সংক্রান্ত সব খবরাখবর।

রাজ্য সেচ ও জলপথ বিভাগের সিস্টেম উন্নত করা হয়েছে – Software Requirement Specification (SRS)- এর মাধ্যমে প্রশাসন বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে সক্ষম হবে।

৫০০ জন ইঞ্জিনিয়ার এখন River Gauge Station এবং Rain Gauge Station এর ইন চার্জ। তাঁরা সঙ্গে সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে আপডেট জানাবেন।

রাজ্য সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী শীঘ্রই এই প্রকল্পের একটি নাম দেবেন”।

আগে এই বন্যা সংক্রান্ত সব খবর সংগ্রহ পদ্ধতিটি বেশ দীর্ঘ ছিল এবং এটি করতে প্রায় ১ দিন সময় লেগে যেত। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সব খবর সংগ্রহ করতেন এবং তারপর তা হেড কোয়ার্টারে প[আথাতেন এবং তারপর তারপর সেই খবর ওয়েবসাইটে আপডেট করা হত।

মন্ত্রী জানান, “এই সেচ ও জলপথ বিভাগের ইতিহাসে এটি একটি অদ্বিতীয় প্রকল্প। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের পথ প্রদর্শক তার সবসরকম সহায়তায় এটা করা সম্ভব হয়েছে”।

Centre of excellence for sal products to come up in Jangalmahal

West Bengal Chief Mamata Banerjee wants to make use of traditional handicrafts to conserve the forests of Jangalmahal. In an effort towards that, the West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), under the Department of Micro, Small and Medium Enterprises (MSME), is setting up a centre of excellence for manufacturing, providing training for making, and researching on, products from sal leaves, including cups and plates.
 The Jangalmahal region has huge forests of sal trees, and this centre would help in the protecting of these forests by making the earning of a sustainable livelihood from them a viable option. The centre is to be located in Jhargram. The decision was taken by the Chief Minister at the first administrative review meeting, held in Jhargram, post her massive victory in the Assembly election.
 A lot of individuals and self-help groups in Jhargram, Nayagram, Gopiballavpur, Sankrail, Binpur, Lalgarh and other places are already engaged in making things out of sal leaves for a living. Just in Jhargram, 8,000 self-help groups (SHG) and 39 units under WBKVIB, all manned by Adivasi and other disadvantaged groups, produce sal produts.
 The idea behind this centre is to encourage more people to engage in this eco-friendly activity, through training and through finding out more innovative uses through research for the leaves. The products being made from sal leaves now include plates, cups and bowls, and a type of raincoat, called ‘pekho’ locally. Earlier such products were made by attaching the leaves with small sticks. Now the leaves are stitched (in the case of plates) and moulded (in the cases of bowls and glasses) in machines.
Image: news.xinhuanet.com

জঙ্গলমহলে শালপাতার উ९কর্ষ কেন্দ্র তৈরি করতে উদ্যোগী রাজ্য

জঙ্গলমহলে বনানী রক্ষায় ঐতিহ্যপূর্ণ কারুশিল্পকে হাতিয়ার করতে চান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ঝাড়গ্রামে শালপাতার উ९কর্ষ কেন্দ্র গড়ে তোলার অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ গ্রামীণ খাদি উন্নয়ন পর্ষদ এই উ९কর্ষ কেন্দ্রটি গড়ে তুলবে।  থালা-বাটি তৈরি ছাড়াও শালের বহুমুখী ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণার কাজ হবে এই উ९কর্ষ কেন্দ্রে।

জঙ্গলমহলে নিত্যদিনই শাল গাছের সংখ্যা কমছে। শাল গাছ নিধন থামাতে ঝাড়গ্রাম শহরে প্রথম প্রশাসনিক বৈঠকেই এই উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বিনপুর, লালগড়ের বহু মানুষ এবং স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা জীবনধারণের জন্য শালপাতা নিয়ে কাজ করছে।এই মুহূর্তে ঝাড়গ্রাম জুড়ে ৮০০০ স্বনির্ভর গোষ্ঠী শাল্পাতা নিয়ে কাজ করছে। খাদি গ্রামোদ্যোগের সাহাজ্যেও আদিবাসী পরিচালিত ৩৯টি গোষ্ঠী এখানে শালপাতা নিয়ে কাজ করছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব এই শিল্পকে এক নতুন মাত্রা দেওয়া এবং এই ব্যাপারে মানুষকে আরও উ९সাহ দেওয়া এই কেন্দ্রের লক্ষ্য। থালাবাটি তৈরি ছাড়াও শালের বহুমুখী ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণার কাজ হবে এই উ९কর্ষ কেন্দ্রে। বাটি-গ্লাস তৈরির জন্য মোল্ডিং মেশিন ব্যবহার করা হচ্ছে। বর্ষায় পরিবেশ বান্ধব রেইনকোট, গ্রাম্য ভাষায় ‘পেখো’-ও তৈরি হচ্ছে।  আগে কাঠি দিয়ে পাতা জুড়ে থালা তৈরি হত। এখন পাতা সেলাই করে ও মেশিনে মোল্ড করে তৈরি হয়।

State reception for President of India in Darjeeling

The West Bengal Government hosted a state reception in honour of the Hon’ble President of India at the Darjeeling Mall today.

The Hon’ble President of India reached Darjeeling today and was received by West Bengal Governor and the Chief Minister. He will be staying there till July 15.

While felicitating the President, WB CM chose to refer to him as ‘Pranab Da’ and wished for his long and healthy life. She said that Pranab ‘Da’ has strong ties with Bengal.

“The Hon. President of India is here in Hills. It is a proud moment for us,” the Chief Minister added.

Tomorrow, the Hon’ble President of India and the West Bnegal Chief Minister will be attending the birth anniversary celebrations of Nepali poet Bhanubhakta Acharya and later the state government will also host a dinner in his honour.

The Hon’ble President of India will also address the annual general meeting of Darjeeling Tea Association on July 14, in presence of the Chief Minister.

 

রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে দার্জিলিঙে সম্বর্ধনা দিল রাজ্য সরকার

আজ মাননীয়া রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রীয় অভ্যর্থনা জ্ঞাপন করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অনুষ্ঠানটি হয় দার্জিলিঙের ম্যালে।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ দার্জিলিঙে পৌঁছনোর পর তাকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল।

সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতি দার্জিলিঙে আসাটা গর্বের ব্যাপার। তিনি আরো বলেন যে বাংলার মাটির সাথে ওনার নিবীড় টান।

আগামীকাল কবি ভানু ভক্ত-র জন্মদিন৷ এই উপলক্ষে দার্জিলিংয়ের ম্যালে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

আগামী ১৪ জুলাই  দার্জিলিং টি-অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন রাষ্ট্রপতি৷

Grand reception for Mamata Banerjee on her first visit to Darjeeling in second term as CM

West Bengal Chief Minister Mamata Banerjee received a rousing welcome in the Hills during her first visit to Darjeeling as Chief Minister for the second term.

The Chief Minister reached Darjeeling on Monday afternoon. Thousands of people gathered outside Bagdogra Airport to receive her. Representatives of the development boards in the hills felicitated her with khadi and bouquet of flowers at the airport.

There was not enough space for the Chief Minister’s car to move out of the airport as the area was crowded with people waiting to get a glimpse of the Chief Minister.

They even formed a human chain from Simulbari in Siliguri. People were seen standing on both sides of the road when the Chief Minister’s car was heading towards Darjeeling. Hundreds of people were shouting slogans to congratulate Didi as she waved at them.

On her way to Darjeeling, she had to take several stoppages as people felicitated her with khadi uttarios.

 

দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিল পাহাড়৷ পাহাড়জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ৷ পাহাড়ি পথের বাঁকে তোরণ, মুখ্যমন্ত্রীকে পাহাড়ে স্বাগত জানাতে ৬০ কিলোমিটার রাস্তাজুড়ে ছিল মানব-বন্ধন৷ রোহিণী বাজার থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ি রাস্তায় দিদিকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল দেখার মত৷

তৃণমূলের তরফেও দার্জিলিংয়ের পথে মুখ্যমন্ত্রীকে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির ছিলেন  পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের সদস্যরাও৷

আজ, ১২ জুলাই, দার্জিলিং-এর চৌরাস্তায় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

Motel relief in north Bengal travel

People travelling to north Bengal from the city along the NH-34 will now have the option to stop over and take rest at government motels. The public works department (PWD) has developed four highway motels along NH-34 under the ‘Pather Sathi’ project.

These motels will provide food, internet facilities and clean toilet to travellers. The motels have been set up at Krishnagar, Shantipur, Ghatigachha in Ranaghat and De bagram in Kaliganj .

The motels will have stalls that will showcase Nadia handicrafts like idols of Ghurni, ‘tant’ saree of Fulia and sweets of Krishnagar.

The PWD authorities will hand over the motels to Nadia administration soon.

 

যাত্রী সুবিধার্থে তৈরি হল নতুন মোটেল

এখন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে শহর থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে যাত্রীরা এখন বিশ্রাম নিতে পারবেন সরকারী মোটেলে। ‘পথের সাথী’ প্রকল্পের আওতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ৪টি হাইওয়ে মোটেল তৈরি করা হয়েছে।

এই মোটেল গুলির মাধ্যমে খাবার, ইন্টারনেট পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। কৃষ্ণনগর, শান্তিপুর, ঘাটিগাছা, রানাঘাট,দেবগ্রাম ও কালীগঞ্জে মোটেল স্থাপন করা হয়েছে।

মোটেলে কতগুলিতে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন ঘূর্ণি, ফুলিয়ার তাঁতের শাড়ি, কৃষ্ণনগরের মিষ্টি ইত্যাদির স্টল থাকবে।

পূর্ত বিভাগের কর্তৃপক্ষ খুব শীঘ্রই নদীয়া প্রশাসনের হাতে মোটেল হস্তান্তর করবে।

Farmers make profit via horticulture in Nadia

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme in Nadia, stress is being given on quality production of gerbera flowers and capsicum in shed-net houses and poly-houses through horticulture.

From the last financial year, Mahatma Gandhi NREGA scheme helped construction of poly-houses in seven organic villages.

These structures are used for better quality products, higher productivity, off-season cultivation, better insect and disease control and reduced use of pesticides, nursery raising, hardening of crops, efficient use of resources, high-value crop production and more profits etc.

 

উদ্যানপালনের মাধ্যমে লাভবান হচ্ছেন নদিয়ার কৃষকরা

নদীয়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের অধীনে, শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।

গত আর্থিক বছর থেকে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্প  সাতটি জৈব গ্রামে পলি-ঘর নির্মাণ করতে সাহায্য করেছে।

উন্নত মানের পণ্য, উচ্চ উত্পাদনশীলতা, অফ সিজনে চাষবাস, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমানো, উচ্চ মান ফসল উৎপাদন ও আরো লাভ ইত্যাদির জন্য এই কাঠামো ব্যবহৃত হয়।

 

Thousands in Bengal get free eye surgeries thanks to State Govt initiative

Thousands of patients have been given free eye surgeries at various state-run medical colleges and hospitals, after the state government took a significant decision to bring eye surgeries under the coverage of the Rashtriya Swasthya Bima Yojna (RSBY).

For a long time, below poverty line (BPL) patients requiring eye surgeries could not avail benefits under the RSBY. As a result, many suffering various eye diseases were seriously inconvenienced and could not manage the cost of the operation.

Keeping the problem in view, the state government decided to take up initiatives so that eye surgeries can be brought under the coverage of the RSBY.

The state government’s move started paying off as thousands of poor patients are now availing eye treatment and surgeries free of any cost at the government hospitals.

Earlier, in case of eye surgeries, patients could not avail insurance coverage under the RSBY. But now, delicate operations like phacoemulsification, cataract and other eye surgeries are being done for patients for free. As a result of the coverage plan, all patients can get the free surgeries from the government hospitals empanelled with the RSBY.

 

রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় রোগীরা বিনামূল্যে চোখ অপারেশনের সুযোগ পাচ্ছেন

রাজ্য সরকার চোখ অপারেশনকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা (RSBY) আওতায় নিয়ে আসার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হাজার হাজার রোগী রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চোখ অপারেশন করানোর সুযোগ পাবেন।

অনেক দিন ধরে, দারিদ্র্যসীমার নিচে (বিপিএল) বসবাসকারী রোগী যাদের চোখ অপারেশন করা প্রয়োজন রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার আওতায় কোন রকম উপকার পেতেন না। ফলস্বরূপ, অনেকে বিভিন্নরকম চোখের সমস্যায় ভুগছিলেন এবং অপারেশন খরচ বহন করতে পারছিলেন না।

এই সমস্যার কথা মাথায় রেখে চোখ সার্জারি যাতে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার (RSBY) আওতায় আনা যেতে পারে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকারের এই অভিনব পদক্ষেপ নেওয়ার ফলে হাজার হাজার দরিদ্র রোগী সরকারি হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিত্সা এবং সার্জারী করাতে পারবেন।

এর আগে, চোখের সার্জারির ক্ষেত্রে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার অধীনে কোনরকম সহায়তা পেতেন না রোগীরা। কিন্তু এখন, বিভিন্ন সূক্ষ্ম অপারেশন যেমন phacoemulsification, ছানি এবং অন্যান্য চক্ষু সার্জারী মত অপারেশন রোগীদের জন্য বিনামূল্যে করা হচ্ছে। এই পরিকল্পনার ফলস্বরূপ, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার সহায়তায় সব রোগীরা সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সার্জারি করাতে পারবেন।

States should frame own Motor Vehicle norms: Mamata Banerjee

Lashing out at the Centre over its excessive interference that was affecting the federal structure, Chief Minister Mamata Banerjee on Friday said that the Motor Vehicle Act does not give provision to deal with every traffic problem in the state.

She said Bengal, and other States, should have their own Act and frame rules and regulations to deal with the traffic problem.

“Motor vehicle laws are framed by the Centre. I believe that states must also have the power to make such laws. We will raise the issue of road safety in Parliament… We will not allow interference in the federal structure. I think states must have an Act,” she said.

The Chief Minister maintained, “We always appreciate good work. But excessive interference would affect the federal structure. Implementation of cess is a new technique to raise money. Money is being collected by implementing the higher rates of cess but the state government is getting nothing.”