Latest News

July 13, 2016

All rural homes in Bengal to have toilets by March 2018

All rural homes in Bengal to have toilets by March 2018

The West Bengal Panchayat and Rural Development department has set March 2018 as the deadline when all rural houses in the state will have toilets.

A high level meeting in this regard was held in the office of the Panchayat and Rural development office on Tuesday. The District Magistrates of Hooghly, East Midnapore and North 24 Parganas were present at the meeting. Senior officials of Public Health Engineering department and UNICEF attended the meeting. The State Commissioner of Panchayat and Rural development department was present at the meeting.

It has been decided that Hooghly will be an open defecation free (ODF) district by August and East Midnapore will be an ODF district by September end. It may be mentioned here that Nadia has become the first to achieve ODF status in the country. Two districts, Burdwan and South 24 Parganas will be open defecation free by March 31, 2017.

The department has taken up massive awareness campaign.

Also, the baseline survey was not flawless and some households got omitted. Attempts have been made to incorporate them in the list.

২০১৮-র মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি হয়ে যাবে

আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি করার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ।

এই নিয়ে গত মঙ্গলবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার জেলা শাসকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও ইউনিসেফের সিনিয়র অফিসাররাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাজ্য কমিশনারও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

আগামী আগস্ট মাসের মধ্যে হুগলি জেলাকে এবং আগামী সেপ্টেম্বরের শেষে পূর্ব মেদিনীপুর জেলাকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া দেশের মধ্যে প্রথম ODF status অর্জন করেছে। বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলাকে ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে জীবাণুমুক্ত করা হবে।

তাছাড়া এই বিভাগ একটি গণসচেতনতা মূলক প্রচারও শুরু করেছে।