July 18, 2016
We will play the role of a responsible Opposition: Sudip Bandopadhyay

Trinamool Congress members of Parliament (MP) today staged a demonstration in front of the entrance to the Parliament building against the issue of rising prices of edible commodities all over the country.
The party also gave notice to discuss the issue in Parliament.
Later, speaking to the press on the issue, MP and Leader of the Party in Lok Sabha, Sudip Bandopadhyay said,”All over the country, there is no control over the rising prices,” adding that “during this Monsoon Session, Trinamool Congress would play the role of a responsible Opposition in Parliament.”
তৃণমূল কংগ্রেস প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবেঃ সুদীপ বন্দ্যোপাধ্যায়
আজ বাদল অধিবেশনের শুরুর দিনই সংসদ ভবনের বাইরে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সরব হয় তৃণমূল কংগ্রেস। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তৃণমূল সাংসদরা।
লোকসভার মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “সারা দেশে মূল্যবৃদ্ধির ওপর কোন লাগাম নেই। চলতি অধিবেশনে তৃণমূল কংগ্রেস যোগ্য ও প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে”।
মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব ও এফ ডি আই সব ইস্যুতেই মোদী সরকারকে চাপে ফেলতে মরিয়া তৃণমূল। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে ইতিমধ্যেই তাঁরা সংসদে নোটিস দিয়েছেন।