Latest News

July 22, 2016

After participating in Parliamentary discussions, Trinamool MPs to visit Una, Gujarat

A three-member Trinamool parliamentary delegation will visit Rajkot and Una on Saturday July 23.

After raising the issue in Parliament and participating in the debate, now it is time to further assess the situation on the ground and meet those affected. The delegation comprises Derek O’Brien (Parliamentary party leader in Rajya Sabha) and Lok Sabha MPs Dr Kakoli Ghosh Dastidar and Ms Pratima Mandal.

Earlier in the week Mamata Banerjee had called the Una incident ‘organised crime’ and had said, “The incident in Una is organised crime against Dalits. I urge the Central government to treat Dalits with care and give full protection. This is unacceptable”.

 

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson

তৃণমূল সাংসদরা যাচ্ছেন গুজরাতের উনা পরিদর্শনে

তৃণমূলের তিন সাংসদের প্রতিনিধি দল আগামী ২৩শে জুলাই (শনিবার) রাজকোট ও উনা পরিদর্শনে যাবেন।

সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করার পর এবার তাঁরা পরিস্থিতি মূল্যায়নে গুজরাত যাবেন। প্রতিনিধিদলে থাকছেন ডেরেক ও ব্রায়েন (রাজ্যসভায় সংসদীয় দলের নেতা), লোকসভার সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার এবং প্রতিমা মণ্ডল।

গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উনার ঘটনা দলিতদের উপর সংগঠিত অপরাধ৷ এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না, কেন্দ্র দলিতদের নিরাপত্তার দিক। এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়”।

 

তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের বিবৃতি