Latest News

July 12, 2016

Grand reception for Mamata Banerjee on her first visit to Darjeeling in second term as CM

Grand reception for Mamata Banerjee on her first visit to Darjeeling in second term as CM

West Bengal Chief Minister Mamata Banerjee received a rousing welcome in the Hills during her first visit to Darjeeling as Chief Minister for the second term.

The Chief Minister reached Darjeeling on Monday afternoon. Thousands of people gathered outside Bagdogra Airport to receive her. Representatives of the development boards in the hills felicitated her with khadi and bouquet of flowers at the airport.

There was not enough space for the Chief Minister’s car to move out of the airport as the area was crowded with people waiting to get a glimpse of the Chief Minister.

They even formed a human chain from Simulbari in Siliguri. People were seen standing on both sides of the road when the Chief Minister’s car was heading towards Darjeeling. Hundreds of people were shouting slogans to congratulate Didi as she waved at them.

On her way to Darjeeling, she had to take several stoppages as people felicitated her with khadi uttarios.

 

দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিল পাহাড়৷ পাহাড়জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ৷ পাহাড়ি পথের বাঁকে তোরণ, মুখ্যমন্ত্রীকে পাহাড়ে স্বাগত জানাতে ৬০ কিলোমিটার রাস্তাজুড়ে ছিল মানব-বন্ধন৷ রোহিণী বাজার থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ি রাস্তায় দিদিকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল দেখার মত৷

তৃণমূলের তরফেও দার্জিলিংয়ের পথে মুখ্যমন্ত্রীকে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির ছিলেন  পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের সদস্যরাও৷

আজ, ১২ জুলাই, দার্জিলিং-এর চৌরাস্তায় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার।