জুলাই ২০, ২০১৮
রাত পোহালেই ২১শে জুলাই, বার্তা দিদির

আজ বিকেলে ধর্মতলায় একুশের মঞ্চ পরিদর্শনে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কি বার্তা দিলেন দিদি? দেখে নিন:
আগামীকাল আমাদের ২১শে জুলাই প্রোগ্রাম আছে। এবার ২১শে জুলাইয়ের ২৫শে পা। আমরা এই ২৫ বছর ধরেই ২১শে জুলাই পালন করে আসছি। এটা আমাদের বাৎসরিক মা মাটি মানুষের প্রোগ্রাম। শহীদ তর্পণও যেমন করি, আমরা অঙ্গীকার দিবস হিসেবেও পালন করি, এবং শহীদ পরিবার অনেকেই থাকেন। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, ২১শে জুলাই থেকে শুরু করে, যখন পারতেন তখন নুরুল ইসলামের মাও আসতেন। এখন একটু বয়েস হয়ে গেছে, শারীরিক ভাবে আসতে পারলে, নিশ্চয়ই আসবেন। তাছাড়াও, অনেক শহীদ পরিবার আসেন। তাঁদের সকলের কাছেই আমরা কৃতজ্ঞ, তাঁদের আমরা স্মরণ করি, তাঁদের আমরা মনে করি।
২১শে একটা নাম, একটা আন্দোলন, একটা আলোড়ন, একটা স্পন্দন। ২১ মানেই অঙ্গীকার, ২১ মানেই ভাষা, ২১ মানেই মানুষের নতুন দিশা, মানুষের আশা, ভবিষ্যতের স্বপ্ন।
ট্রাফিক জ্যাম হতে পারে, তাই আমি আগেই পার্থ চ্যাটার্জিকে বলেছিলাম ক্ষমা চেয়ে নিতে। কালকে শনিবার। আমরা চেষ্টা করব যাতে মানুষের সমস্যা না হয়। কালকে একটা দিন বাৎসরিক প্রোগ্রাম, আমরা রোজ রোজ করি না। তাও আমরা রাস্তা ছেড়ে রেখেই প্রোগ্রাম করি।
কালকের প্রোগ্রামটায় সবাইকে আসতেও আমরা অনুরোধ করব। যারা আসবেন শান্তিতে আসবেন, যারা গাড়িতে আসবেন সাবধানে আসবেন। যারা ট্রেনে আসবেন, সাবধানে আসুন। যারা হেঁটে আসবেন, শান্তিপূর্ণ ভাবে আসুন। এবং একটা অনুরোধ থাকবে – অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড থাকলে, যেন ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই তো লোক আসতে শুরু করে দিয়েছে। সুতরাং সকলকে সহযোগিতা করে যতটা পারব, করব।