সাম্প্রতিক খবর

জুলাই ২০, ২০১৮

মৎস্য চাষ বাড়াতে রাজ্যের জলাশয়গুলির সংস্কার করবে রাজ্য সরকার

মৎস্য চাষ বাড়াতে রাজ্যের জলাশয়গুলির সংস্কার করবে রাজ্য সরকার

রাজ্যে মৎস্য চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যের জলাশয়গুলির সংস্কার ও উন্নয়ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর।

আধুনিক কৃত্রিম উপগ্রহ থেকে জলাশয়গুলির ছবি তুলে সেই জলাশয়গুলিতে মৎস্যচাষের সম্ভাবনা পরীক্ষা করা হবে। এছাড়াও, জলাশয়গুলির জল, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ, ক্লোরোফিল, জলের স্বচ্ছতার পরিমাণ এবং জলের গভীরতাও পরীক্ষা করা হবে। মাছ চাষের জন্য এই সকল পরীক্ষাগুলি করা খুব জরুরি।

মৎস্যজীবীদের কারিগরি সহায়তাও প্রদান করবে দপ্তর। এছাড়া জলাশয়গুলিতে দূষণ রোধ করবে দপ্তর।

মৎস্য দপ্তরের এক আধিকারিকের মতে, এই প্রকল্প অন্যান্য রাজ্যের কাছে মডেল হতে চলেছে।