সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৬, ২০২০

এনআরসি, ক্যা–র প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের মানববন্ধন কর্মসূচী

এনআরসি, ক্যা–র প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের মানববন্ধন কর্মসূচী

এনআরসি, ক্যা–র প্রতিবাদে বুধবার জেলায় জেলায় মিছিল, মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ–সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে মুখর অসংখ্য মানুষ।

গতকাল ব্যারাকপুর, খড়দা, হুগলি–চুঁচুড়া, বহরমপুর, পশ্চিম মেদিনীপুর সহ সব জেলার প্রায় ৩৪১ টি ব্লকে পালন করা হয় এই কর্মসূচি। প্রতিটি ব্লকে হাজির ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়কেরা।

বৃহস্পতিবার সিএএ বিরোধিতায় পদযাত্রা কর্মসূচী রয়েছে তৃণমূলের। কলকাতা জেলা সহ সব ব্লকে মিছিল হবে।