ফেব্রুয়ারি ২১, ২০২০
ভাষা দিবসে শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

আজ মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিনি দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে রাজ্য সরকার। প্রতি বছরের মত এবারেও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে রিমোটের মাধ্যমে হরিজন সম্প্রদায়ের পেশার উন্নতির জন্য প্রশিক্ষণ দিতে জন্য বেলেঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কমন ফেসিলিটি সেন্টারের শিলান্যাস করা হয়। এখানে আগামী দিনে প্রচুর কর্মসংস্থান তৈরী হবে।
তিনি বলেন, বানতলাতেও আরেকটা কর্মতীর্থ কর্মদীগন্ত গড়ে দিচ্ছি মুচি ভাইবোনেদের থাকার জন্য। এখানে ৫লক্ষ লোকের চাকরি হবে। আর্ট কলেজে দীর্ঘদিন অনেকে খুব কষ্ট করে মডেলের কাজ করেছেন আজকে তার খুব অসহায়। তাদের মধ্যে ১৫জন শিল্পীদের আজ থেকে মাসিক দেড় হাজার টাকা পেনশনের ব্যবস্থা করে দিচ্ছি। সেটাও আজ ভাষা আন্দোলনের দিন এখান থেকে দেওয়া হবে।
এই ভাষা দিবসের গুরুত্ব মনে করিয়ে তিনি বলেন, ভাষা আন্দোলন বাংলা দেশের মাটিতে হলেও ২১শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? ইউনেস্কো বাংলা ভাষাকে ১৯৯৯ সালে স্বীকৃতি দেয়। আমরা এই ভাষা দিয়েই মানুষকে সম্মান জানাই। বাংলা খুব সুন্দর ভাষা, এই ভাষা বুদ্ধি মেধা সব কিছুকে জয় করে এগিয়ে চলে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা কিন্তু অন্যান্য ভাষাকেও শ্রদ্ধা করি। যে ভাষাতেই আমরা কথা বলি না কেন, আমাদের ভাষাদিবস তখনই স্বার্থক হবে, ইউনাইটেড ইন্ডিয়া যদি ঠিক থাকে, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি।
তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের শপথ নেওয়ার দিন, বৈচিত্রের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার, সব ধর্ম, সব বর্ণ, সব জাতির অধিকার প্রতিষ্ঠা। আমরা সকলে আজ শপথ নিই, আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই। আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই। লড়াইটা যতই কঠিন হোক না কেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করবো। এটা আমার দৃঢ় বিশ্বাস।
মুখ্যমন্ত্রী বলেন, মা কি কখনও সাদা, আর কালো হয়, নাকি মাকি কখনও ছোট আর বড় হয়? আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি। জন্মের পর আমরা মা-কে মা বলতে শিখি। দেশকে ঐক্যবদ্ধ দেখতে ভাললাগে। তা না করে মাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে কখনও মাকে ভালোবাসা যায় না।
আজ তিনি ভাষা দিবস নিয়ে একটি কবিতাও লেখেন:
২১শে
২১শে মানেই অঙ্গীকার
২১শে মানেই ভাষা,
২১শে মানেই পথ চলা
নব প্রজন্মের দিশা।
২১শে মানেই মাটির আশীর্বাদ
আজানে প্রাণের সুর,
২১শে মানেই গণতন্ত্র
অধিকার সুমধুর।
২১শে মানেই ভালোবাসা
বেঁচে থাকা ভরসা,
২১শে মানেই সংগ্রামী জীবন
আগামীর নব আশা।
২১শে মানেই তোমার আমার
বেঁচে থাকার অধিকার,
২১শে মানেই নূতন উদয়
এগিয়ে বাংলা সবার।
২১শে মানেই যুগে যুগে
ফিরে ফিরে দেখা,
২১শে মানেই শ্রাবণ বর্ষা
হৃদয়ে রক্ত লেখা।