ফেব্রুয়ারি ৬, ২০২০
কলকাতা বইমেলায় জাগো বাংলা স্টলে অনুরাগীদের ভিড়

৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ‘জাগো বাংলা’ স্টলে উপচে পড়ছে বই-অনুরাগীদের ভিড়। প্রতিদিন এই স্টলে ২৫,০০০ হাজারেরও বেশি মানুষ আসছেন। সন্ধ্যার দিকেই ভিড় শুরু হয়। গত ২৮ শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘জাগো বাংলা’ স্টলের উদ্বোধন করেছিলেন।
এবছর ‘জাগো বাংলা’ স্টলের থিম ‘নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর’। দেবী সরস্বতীর প্রতিমা এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও মঞ্চ রয়েছে এই স্টলে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচিত তেরোটি বই (বাংলাতে ছয়টি, ইংরেজিতে ছয়টি এবং উর্দুতে একটি) উদ্বোধনের দিন প্রকাশ করা হয়েছিল। সেই বইগুলি পাওয়া যাচ্ছে এই স্টলে। এর মধ্যে বইপ্রেমীদের মধ্যে সর্বাধিক আলোচিত এবং পছন্দের বইটি হল ‘Why We Are Saying No CAA No NRC No NPR’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা ১০১ ছুঁল এবছর।