সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৫, ২০২০

এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি: দিদি 

এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি: দিদি 

আজ কৃষ্ণনগর সরকারি কলেজে কর্মিসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমাদের হিন্দুত্ব শেখাতে আসবেন না। অন্যদের কাছে সার্টিফিকেটে চাওয়ার আগে বিজেপি নিজের সার্টিফিকেট দেখাক।

দিদি কথায়, “সকালে এক, দুপুরে আরেক, বিকেলে আর রাতে আরেক রকম কথা বলে বিজেপি। কদিন আগে বলেছিল এনপিআর করতে গেলে আপনি বাবা-মার সার্টিফিকেট দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা পরিস্কার যে যদি আপনি না দেন প্রথম কোটেশনেই আপনারটা বাদ দিয়ে দেবে।”

“সিএএ নিয়ে প্রথম দিন থেকেই আমার দল লড়েছে আজও লড়ছে, এনআরসি, এনপিআর কে প্রথমে আমরাও জন গণনা ভেবেছিলাম, তাই আমি রাজি হলাম। পরে দেখলাম এখন ৬ টা ক্লজ ঢুকিয়ে দিয়েছে, তাতে লেখা জন্ম সার্টিফিকেট চাই, কোথায় থাকতেন তার কাগজ চাই, মুখে বললে হবে না, কাগজ দেখাতে হবে। সেই কাগজ না দিতে পারলে আপনি বাদ, ভারতের নাগরিক নন,” বলেন দিদি।

তিনি আরও বলেন, “সংসদে গতকাল বলেছে এনআরসি হচ্ছে না। ২৬শে নভেম্বর ২০১৪ একটা উত্তর দিয়েছে এনপিআর হল প্রথম ধাপ এনআরসি করবার জন্য। তবে কেন আমরা এনপিআর করব? করতে দেব না।”

শাহীনবাগ, জামিয়ার ঘটনায় ক্ষোভ উগ্রে দেন দিদি। বলেন, “উত্তরপ্রদেশ, দিল্লিতে ওরা গুলি চালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলছে গুলি চালাতে। মন্ত্রীরা কি করে এই ধরনের অসাংবিধানিক কথা বলেন? এটা আমার চ্যালেঞ্জ।”

দিদির মতে, “হিন্দু ধর্ম বিশ্বজনীন সার্বজনীন। রামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। আমরা স্বামীজি, রামকৃষ্ণ, গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদের কথা শুনব নাকি টাকার হুনডি নিয়ে যেসব বিজেপির নেতারা ঘুরছে তাদের কথা শুনব।”

দিদি বলেন, ‘বিজেপির কাজ ফেক নিউজ ছড়ানো। একটা ফেকু পার্টি। দাঙ্গাবাজ পার্টি।’