Latest News

October 20, 2018

জননেত্রীর নেতৃত্বে এবার দেশের ঐক্য রক্ষার যুদ্ধ – সুব্রত বক্সি

জননেত্রীর নেতৃত্বে এবার দেশের ঐক্য রক্ষার যুদ্ধ – সুব্রত বক্সি

“সন্ত্রাসমুক্ত, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমুখী বাংলা গড়ার লক্ষ্যে আমরা প্রথম থেকে রাজ্যের মানুষের কাছে বদ্ধপরিকর। একের পর এক গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ আমাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। বাংলার উন্নয়নের অবিচল লক্ষ্যে আমাদের সরকারও এগিয়ে চলেছে। নানা প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে নিরন্তর পরিষেবা। গোটা বাংলায় আজ শান্তির পরিবেশ। কিন্তু এই পরিবেশ একদিনে তৈরি হয়নি। অবশ্যম্ভাবী আন্দোলনের মধ্যে দিয়ে একদিন কংরেসের পতাকা হাতে নিয়ে পথে নেমেছিলেন জননেত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু সেই দলে থেকে লড়াই যে দীর্ঘস্থায়ী হবে না, অচিরেই তিনি তা বুঝতে পেরেছিলেন। দূরদর্শী দলনেত্রী আজ থেকে কুড়ি বছর আগেই বলে দিয়েছিলেন, এই বাংলায় সিপিএমের ঘরে কংগ্রেস তার পতাকাটা বন্ধক রেখেছে। বাম জমানায় অনুন্নয়নের সেই অভিশাপ থেকে বাংলাকে মুক্তি দিতেই ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি সকলকে একজোট করে নেত্রী তৈরি করলেন নতুন দল তৃণমূল কংগ্রেস। সেই শুরু।”

To read the full article, click here

এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে