October 14, 2018
‘অসম্ভব’ শব্দটি নেই নেত্রীর অভিধানে – সুদীপ বন্দ্যোপাধ্যায়

“দেশের রাজনীতির অস্থিরতা ক্রমবর্ধমান। অসহিষ্ণুতার বাতাবরণ আগ্রাসী ভূমিকা নিতে চলেছে। এই অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে দেশবাসী দ্বিধা বোধ করছে। সংহতি, সম্পীতি, ঐক্যের বাতাবরণ ভুলুণ্ঠিত হচ্ছে। নির্বিচারে সাম্প্রদায়িক প্রচার, গোরক্ষার নামে কোথাও কোথাও নৃশংস হত্যা, দলিতদের উপর নির্বিচারে অত্যাচারের কিছু ঘটনা জনমানসে তীব্র ক্ষোভ, ঘৃণার সৃষ্টি করছে। এর প্রতিফলন কি আগামী ২০১৯-এ ঘটবে? সারা দেশের পরিস্থিতিতে আজ দেশের লোকসভায় বিজেপির সংশয়হীন গরিষ্ঠতা আগামিদিনে যে থাকবে না, তা নিঃসঙ্কোচেই বলা যায়। প্রশ্ন হল তা কতদূর নামবে?”
To read the full article, collect your copy of ‘Jago Bangla Festive Edition 2018’ from the Jago Bangla stall at your nearest Durga Puja. The e-paper of the special edition will be available online on Bijoya Dashami.
এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫’ সংগ্রহ করুন আপনার নিকটতম দুর্গাপুজো মণ্ডপের জাগো বাংলা স্টল থেকে। বিজয়া দশমীর পর অনলাইনে পাওয়া যাবে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫’।