‘Banglar Tant-er Haat – 2017’ has become the go-to venue for Puja shopping

It is a fight for customers’ hearts and minds – silks from Basoa in Birbhum and baluchari from Bishnupur, muslin from Murshidabad and kantha stitch of Abadanga from Birbhum. This is the welcome scene at ‘Banglar Tant-er Haat – 2017’.

It started on August 12 at Milan Mela, and will continue for 24 days, till September 4. The fair is already drawing appreciative crowds from across the city and its suburbs.

The fair is being held at four pavilions. Three of the pavilions are selling articles of silk, cotton, tangail, kantha stitch, etc. while the fourth is dedicates to handicrafts. Not just sarees but shirts and kurtas are also being held.

Also being sold are other traditional handicrafts like dokra work from Ausgram in Bardhaman district, traditional jewellery from Shantiniketan and pata work from Pingla.

Besides individual artisans from different districts, this year the fair has also given space to NGOs involved with handloom and different handloom organisations.

For the visitors, this has become a popular shopping venue for Durga Puja. From clothes to jewellery to home décor to articles for gifting – everything is available. Some of the handicraft sellers are even making jewellery like necklaces and earrings then and there according to customers’ demands.

Source: Millennium Post

 

পুজোর বাজারে মিলনমেলার তাঁতের হাটও বাঙালির গন্তব্য

বীরভূমের বসোয়ার সিল্কের সঙ্গে বিষ্ণুপুরের বালুচরির লড়াই, আবার মুর্শিদাবাদের মসলিনের সঙ্গে বীরভূমের আবাডাঙার কাঁথাস্টিচ। এই নিয়ে ধীরে ধীরে জমে উঠছে তাঁত মেলা। মিলনমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলার তাঁতের হাট। নামে তাঁতের হাট হলেও, তাতে সিল্ক থেকে খাদি— সবই রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীদের নানান কাজের সম্ভার চাক্ষুষ করার সুযোগ হাতছাড়া করতে রাজি হচ্ছেন না কেউই। আর তাই আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

মিলনমেলা প্রাঙ্গণে চারটি প্যাভেলিয়ানে এই তাঁতের হাট চলছে। তার মধ্যে চার নম্বর প্যাভেলিয়ানটি শুধুমাত্র হস্তশিল্পের উপরই তৈরি হয়েছে। অন্যান্য প্যাভেলিয়ানেও সিল্ক, তাঁত, কাঁথাস্টিচ, বালুচরি, টাঙাইল প্রভৃতি শাড়ির সম্ভার রয়েছে।

শুধু শাড়ি নয়, খাদি, সিল্ক না কাঁথাস্টিচের শার্ট, পাঞ্জাবি সবই রয়েছে এখানে। রয়েছে বর্ধমানের আউশগ্রামের ডোকরা, শান্তিনিকেতনের হাতের কাজের নানা গয়না, পিংলার পটের কাজও। অর্থাৎ পুজোর বাজার করতে এসে ঘর সাজানোর সামগ্রী থেকে সাজের জিনিস— সবই মিলবে এখানে বসেই । ক্রেতাদের চাহিদামতোই হার, কানের দুল আমরা তৈরি করে দিচ্ছে শিল্পীরাই।

 

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Efforts being made to make “Safe Drive Save Life” an example for the world to emulate

Bengal Chief Minister Mamata Banerjee recently chaired a high-level meeting with the State Police officials at Bhabani Bhawan to discuss further steps regarding the “Safe Drive Save Life” campaign so that in can be an example to the whole world, as had happened with Kanyashree Prakalpa.

Earlier, she inaugurated the renovated complex of the West Bengal Police. It was noted that within six months of the implementation of the “Safe Drive Save Life” campaign, the number of road accidents have come down compared to the preceding six months.

It was discussed in the meeting that the State Police will bring a new software and a mobile app for this purpose.

The app will be used to inform the State Police detailing about accidents from the spot so that the administration can take proper steps and formulate strategies for future.

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবার বিশ্বের দরবারে

‘কন্যাশ্রী’র পর এ বার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির ‘সাফল্য’-কে এ বার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছর জুলাইয়ে চালু হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’৷ রাজ্য পুলিশের দাবি, নতুন কর্মসূচির ব্যাপক প্রচারের ফলে গত বছরের শেষ ছ’মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছ’মাসে পথ-দুর্ঘটনা কমেছে প্রায় ১৫%। প্রাণহানিও কমেছে।

এবার এই কর্মসূচিকে গোটা পৃথিবীর কাছে রোল মডেল করে তোলাই লক্ষ্য, যাতে বিশ্ববাসী তা অনুসরণ করে।

এর পাশাপাশি চালু করা হচ্ছে বিশেষ ট্রাফিক অ্যাপ। এর মাধ্যমে একনিমেষে যে কোনও দুর্ঘটনার খবর শীর্ষ পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে। ঘটনাস্থলের ছবি থেকে শুরু করে যাবতীয় তথ্য চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

একইসঙ্গে পুরানো দুর্ঘটনার তথ্য ও ছবি যাতে চটজলদি মেলে, সেই ব্যবস্থাও করা হচ্ছে, যাতে দ্রুত তুলনামূলক বিশ্লেষণ সেরে ফেলা যায়।

 

Bengal CM inaugurates ‘Anurodher Ashor’

‘Anurodher Ashor’ – song request programme – featuring veteran singers and musicians hold at Nazrul Mancha today.

Songs from the golden era of Bengali music highlighted of this programme.

Incidentally, Mamata Banerjee instituted ‘Sangeet Samman’ awards in 2012. Veterans like Firoza Begum, Girija Debi, Sandhya Mukherjee, Dwijen Mukherjee, Manna Dey, Pandit Ajoy Chakraborty and others have been honoured in the past. She has also initiated Lok Prasar Prakalpa for folk artistes.

‘Anurodher Ashor’ is a step in the direction for the revival of the golden age of Bengali music.

 

অনুরোধের আসরএর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নজরুল মঞ্চে ‘অনুরোধের আসর’ বসেছিল।

এ সময়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের কণ্ঠে দর্শক-শ্রোতারা ছিলেন, সঙ্গে ছিল নস্টালজিয়া। বাংলার স্বর্ণযুগের গানগুলো এই মঞ্চে নতুন করে শোনা গেল।অনুষ্ঠানটির সূচনা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি বলেন এবছর প্রথম আমরা এই অনুষ্ঠান শুরু করলাম, আগামী বছর আরও ভালো ভাবে এই করব।

২০১২ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে ‘সংগীত সম্মান’। ‘লোকপ্রসার’ প্রকল্প নাম দিয়ে বাংলার লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে প্রায় ৮৬ হাজার শিল্পীকে এর আওতায় আনা হয়েছে। আরও ১ লক্ষ ১৪ হাজার শিল্পীকে এই প্রকল্পে আনার উদ্যোগী হয়েছে।

Bengal CM directs steps for proper distribution of relief materials

directed all ministers during the Cabinet meeting at Nabanna on Wednesday to take necessary steps in ensuring proper distribution of relief materials among flood-affected people in their respective areas.

It is learnt that the Chief Minister has asked them to be with the people in their respective areas as they are facing huge problems due to the man-made floods. The CM went to North Bengal on Monday and took a stock of the situation.

It may be mentioned that the state government had been providing relief materials including tarpaulin, dry food and clothes to flood-affected people. The state government has also ensured proper distribution of paddy seeds among farmers who incurred huge losses as crops were damaged due to the floods in 11 districts.

It is learnt that total “money value loss” in the agriculture sector in the state due to the floods amounted to around Rs 6,500 crore. In North Bengal, till now, the money value loss stands at around Rs 3,812 crore. In North and South Bengal, the area of agricultural land that has been affected due to floods was around 4.36 lakh hectare and 4.23 lakh hectare respectively.

The state Transport department has also taken necessary steps to ensure plying of buses from different locations in North Bengal to Kolkata and vice versa.

 

রাজ্যে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা

সোমবার নবান্নে উত্তর ও দক্ষিণ বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মন্ত্রীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকে যাতে ত্রাণ পায়, ওষুধপত্র যাতে মজুত থাকে, সেদিকে নজর রাখতে বলেন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বন্যার জলে নেমে দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এদিন রাজ্য সরকার বন্যায় ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পেশ করেন।

বন্যায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ক্ষয়ক্ষতির হিসাব প্রায় ১৪ হাজার কোটি টাকা। ফসলের ক্ষতির পরিমাণ ৬৫২৮ কোটি ১৫ লক্ষ ২২ হাজার টাকা। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, পাঁচটি বন্যা কবলিত জেলা ছাড়াও অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের আরও ন’টি জেলা মিলিয়ে মোট ২৭১৫ কোটি ৭৪ লক্ষ ৭১ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। সেখানে এখনও পর্যন্ত জলে ডুবে থাকা উত্তরবঙ্গে ফসলের ক্ষতির পরিমাণ ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বন্যার জল পুরোপুরি নেমে গেলে অন্যান্য ক্ষতির সঙ্গেই ফসলের ক্ষতির পরিমাণও বাড়বে।

কৃষিদপ্তর সূত্রে সোমবার জানানো হয়, উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত ৮০০ কোটি টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং শিলিগুড়ি মহকুমায় প্রাথমিক সমীক্ষার পর কৃষিজমি ও ফসলের যে ক্ষতির হিসাব পাওয়া গিয়েছে, তার পরিমাণ হল ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। ৪ লক্ষ ৭৩ হাজার ৮৬২ হেক্টর জমিতে ধানচাষের ক্ষতি হয়েছে। ২৬ হাজার ৮৮২ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গিয়েছে। পাট নষ্ট হয়েছে ৪৭৫৯ হেক্টর জমির। সব মিলিয়ে ৫ লক্ষ ৬ হাজার ১৬৮ হেক্টর জমির চাষ নষ্ট হয়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহার জেলায়।

এই সব রিপোর্টের উপর ভিত্তি করেই দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে। শুধুমাত্র কৃষিদপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা।

 

Bengal Govt to provide ration in flood-affected areas even without cards

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee yet again stands by the people at an hour of crisis. The State Food and Supplies Department has decided to distribute ration at flood-affected areas even without cards, the minister has said. Dealers who do not follow this decision will be penalised.

The State Government is also taking initiatives to open temporary ration shops in the flood-affected areas. Consumers unable to produce their cards are being allowed to collect ration by registering their names in the books.

The Food and Supplies Department will also ensure seamless supply of rice and wheat to the relief camps.

 

কার্ড না আনলেও মিলবে রেশন, বন্যাদুর্গতদের পাশে খাদ্য দপ্তর

বন্যার জন্য কোনও রেশন গ্রাহক কার্ড আনতে না পারলেও তাঁকে খাদ্যশস্য দিতে বলা হয়েছে। এই সব সিদ্ধান্ত রেশন ডিলাররা না মানলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী রেশন দোকান খোলার জন্য নির্দেশ দিল খাদ্য দপ্তর। দুর্গত মানুষজন রেশন কার্ড দেখাতে না পারলেও খাতায় রেজিস্ট্রি করে তাঁদের চাল-গম দিচ্ছে খাদ্য দপ্তর।

ত্রাণ শিবিরে চাল-গম জোগান অব্যাহত রাখতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গত এলাকার মানুষজন যাতে খাদ্যের সংকটে না পড়ে, তার জন্য অস্থায়ী রেশন দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বন্যায় জল জমায় অনেক জায়গাতেই রেশন দোকান বন্ধ হয়ে গিয়েছে। এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কোনও রাস্তার উপর বা উঁচু জায়গায় অস্থায়ী শিবির খুলে রেশন দোকান চালাতে বলা হয়েছে।

Bengal CM Mamata Banerjee launches Kolkata host city logo for FIFA U-17 World Cup India 2017

The Under 17 Football World Cup is staring on October 8. The final match is scheduled for October 28. Kolkata is one of the venues of this mega event; the World Cup Final will be held in the City of Joy.

The organisers of the Football World Cup today called on the Chief Minister at Nabanna. Addressing the press after the meeting, the Chief Minister sought cooperation from all quarters to make this event a huge success.

“This is a big event, an important event. We all must cooperate to make it a success. We have got an opportunity to project Kolkata in front of the world and we must do so with earnest effort.”
She thanked the organisers for selecting Kolkata as one of venues. “We are deeply honoured,” she said.

“Over 500 TV channels, radio channels and other media will be present here. Representatives from different countries will be here. It is our duty and responsibility to make them feel at home. Rabindranath Tagore had writer, “Esho esho, amar ghore esho, amar ghore” (you are most welcome to my home),” the CM said.

She announced that the government has decided that the President of the (U-17 Football World Cup) Board will be the ‘State Guest’.

 

আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে ৮ই অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮শে অক্টোবর। এই ফাইনাল অনুষ্ঠিত হবে আমাদের গর্বের শহর কলকাতায়।

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ফিফার প্রতিনিধিরা। তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই বিশাল সুযোগকে ভালো করে কাজে লাগাতে সকল স্তরের সহযোগিতা চাই।

“এটা একটা বড় ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যেন সহযোগিতা করি, যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।”

কলকাতাকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি ফিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, “আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা এটা অরাগানাইস করার সুযোগ দিয়েছে। Really we are honoured, we are deeply honoured।”

“২১১টা দেশ আসছে এবং প্রায় ৫০০র ওপর টিভি চ্যানেলস এবং নানারকম রেডিও চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়া পুজোর আগে থেকেই তারা আসতে শুরু করবেন অনেকেই। অনেক দেশ আসছে, এবং চিলি, মেক্সিকো, ইউকে সহ সকলেই আসছেন। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের অতিথিরা যারা আসবেন, তাদের, ‘এসো আমার ঘরে এসো আমার ঘরে’ এই স্লোগানের সঙ্গে খাপ খাইয়ে তাদের সুন্দর করে আতিথেয়তা করতে হবে” মুখ্যমন্ত্রী বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ফিফার চেয়ারম্যান ও বোর্ড প্রেসিডেন্টকে ‘স্টেট গেস্ট’ করা হবে।

 

 

Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-sufficient. From August 19, every woman joining the 100 days’ scheme would be handed ‘hygiene kits’ under the Open Defecation-Free (ODF) Plus programme.

The district administration reasons that, since the views of women in the household are crucial for health and financial issues of the family, they would be better equipped to percolate the benefits and the working of these issues to every member of the family if they are given lessons on them.

North 24 Parganas was declared an ODF district on September 29, 2016. Currently, an ‘ODF Plus’ programme is being implemented across the district.

From August 19, work under MGNREGS, popularly known as 100 Days’ Work Scheme, would be started in all the gram panchayats.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work would have access to temporary toilets. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases. All these are part of the ODF Plus programme.

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলককর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজকরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ওআর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশুও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলাঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পেরমাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পেপুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গেহাতে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদেরনাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’।

Source: Bartaman

The evolution of student politics: Dr Partha Chatterjee

Has the glorious tradition of student politics now come under the cloud of the politics of extortion? This question is on everyone’s lips now. The influence of student politics, which is supposed to be one of the standard bearers of the political future of the nation, has dimmed. The Bengal Government is trying to mould student politics in the state on the basis of the model followed at St Xavier’s College. Is it the right way forward? Both the supporters and naysayers have their points.

My entry into politics was through the route of campus politics. I was witness to student politics from the late Sixties to the tumultuous Seventies. You can say I was also part of the dramatis personae to some extent. However, there is a wide gap between the kind of politics students followed during those days and that being followed now. The primary difference is related to the values attached to politics. There was a period when, despite the influence of ultra-Left beliefs, politics in college and university campuses still basically served the interests and aspirations of students. Our aim as student political leaders was to enable students to get everything which would help them in their vocation – be it related to studies or anything else. The demands we made were sometimes addressed to institutions, at other times to the administration or the government. But it is important to remember that everything was student-centric.

Closing down classes in the name of political movements or holding teachers to ransom by barricading them in their rooms for long hours can never be, whatever else they may be, hallmarks of student movements. Now all these are being organised in the garb of student politics. Earlier, the sphere of work of the students’ unions was limited to the welfare of the students – like publishing magazines, organising sports events, programmes welcoming new students, annual cultural programmes and academic debates, etc. Whatever may have been the influence of politics from the outside world, it never clouded the fact that student politics was meant to serve the interests of the students only.

We also used to organise protests. When the Siddhartha Shankar Ray-led Congress Government was in power, we had organised protests demanding students’ concessions in buses and trams. I had hit the streets as a member of Chhatra Parishad, against a government led by my own party. But never did the protests reach such a stage that they brought disrepute to the student movement. Protesting to get concessions for students in public transport, trying to convince the authorities to extend help to poor but meritorious students, collecting relief material – these and similar demands comprised the sphere of student politics.

But were the students of those times unaware of the larger political issues of the time? Of course they were. Socially conscious students had political consciousness too, and were aware of rights. Based on their respective political views, a section of student activists later got involved in party politics. From Priya Ranjan Das Munshi to Subrata Mukherjee, from Subhas Chakravarty to Shyamal Chakravarty, and down to the current Chief Minister Mamata Banerjee – they all were products of student politics. From working in students’ political organisations, they moved on to mainstream politics.

Current student politics, however, suffers from a serious lack of commitment. Various social issues of the time formed the cornerstones of our involvement in political movements. The current generation of students fail when it comes to showing social commitment. In this age of competition, they are self-centred with respect to their relation to their institution, they are adventurists instead of being committed. This is the comparative picture of student politics then and now.

Now the question is where does the crux of the problem lie? In one word, it’s money. It may sound odd, but it is the reality. Due to increased financial commitments from governments and private contributions, students unions are increasingly becoming flushed with money. It is this monetary influence that is eroding the integrity of some students, leading to misplaced priorities. The student community, instead of trying to recover its bearings, is receding more and more into the darkness of depravity. A lot of non-student-like qualities are surfacing among them.

In some educational institutions, it has been seen that some ex-students are suddenly becoming active during the admission season – they are asking for monetary bribes in lieu of seats in the institution. When it comes to the admission process, I have myself seen how, during the three-and-a-half decades of the Left era, merit was made the poorer cousin of the venal proclivities of political leaders. Hence from the time we came to power, we have made it our mission to reform the education sector.

We have taken several steps to fill up vacancies in the teaching and non-teaching posts in colleges and universities. We have paid attention to infrastructural improvements. To keep pace with the rest of the country and to address the requirements of the modern times, we have upgraded the syllabus, and wherever possible, made it industry-oriented. With respect to admissions, we have made merit the only condition; hence the full-fledged online system of admission. This particular aspect is one of the path-breaking steps of our government. We have been able to convey to the people that this step was necessary to make the admission process transparent. Our primary aim is to ensure that every student gets the right opportunity to get admitted as per merit.

Now, all these changes have put a handful of students in a quandary. It has been seen that these so-called student leaders never attend class. Often, after passing their courses, they re-take admission in the same college in some other course. Obviously one cannot expect any commitment from such people when it comes to college education. For them, the field of education is an arena for pursuing their agenda of gaining illicit power through corruption.

Our Chief Minister and the government led by her have made education a high-priority sector. She is determined to recover the lost glory of Bengal so that the State gets back its rightful place in the world. To achieve this, it is the quality of education that has to be kept in mind. Hence, there has to be a complete turnaround in the way the system is run.

Now, any such big change would hurt the self-interests of a few. I admit that the online system of admission that we have started is not cent per cent foolproof. Some unscrupulous students are trying to take undue advantage of any loopholes that may exist in the system to further their own ends. We have managed to plug most of the loopholes but some remain, which we are trying to remove. However, none can deny the transparency that we have managed to bring about through this online system. Even our biggest critics would not dare to criticise that. This is our strength. I think this is a historic step towards the reformation of the education system.

Next in line is the clean-up of student unions. We have received the recommendations of the Lyngdoh Commission (education commission set up the Central Government). Keeping those in mind, I have also held discussions with educationists. Each one of them has raised the issue of wanting to see an end to the chaos that prevails in the name of running students’ unions. The Chief Minister wants students to be aware of politics, for student politics to remain, but for it to be free of the negatives.

This article was first published on Bartaman dated August 20, 2017

 

ছাত্র রাজনীতির বিবর্তন: ডঃ পার্থ চট্টোপাধ্যায়

ছাত্র রাজনীতির যাবতীয় ঐতিহ্য কি এখন তোলাবাজির অন্ধকারে? এ প্রশ্ন আজ সব মহলে। প্রতিষ্ঠানের স্বার্থে, রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যে সংসদ দিশা দেখায়, তা আজ ফিকে। জেভিয়ার্স মডেলে রাজ্য ছাত্র রাজনীতি সংস্কার করছে। তা কি সঠিক পদক্ষেপ? মত পক্ষে আছে, বিপক্ষেও।

ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমার রাজনীতিতে প্রবেশ। ছয়ের দশকের শেষ পর্ব থেকে সত্তরের উত্তাল সময়ের সাক্ষী আমি। কিছু অংশে কুশীলবদের ভিড়ে অংশীদার ছিলাম। তবে সেকালের ছাত্র আন্দোলনের থেকে আজকের ছবির ফারাক বিস্তর। মূল ফারাকটা অবশ্যই গুণগত। একটা সময় ছিল, যখন অতি বাম রাজনীতির প্রভাব সত্ত্বেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোনওভাবেই পড়ুয়াদের স্বার্থবাহী মূলধারার আন্দোলন থেকে বিচ্যুত হয়নি। তখন আমাদের লক্ষ্যই থাকত পঠন-পাঠন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের জন্য নানা ধরনের দাবি আদায় করে নেওয়া। সেই দাবি কখনও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে, কখনও আবার থাকত সরকার বা প্রশাসনের কাছে। সবটাই ছিল ছাত্রসমাজ কেন্দ্রিক।কিন্তু আন্দোলনের নামে ক্লাস বন্ধ করে দেওয়া, অধ্যক্ষ-অধ্যাপকদের ঘরে আটকে ঘণ্টার পর ঘণ্টা পণবন্দি করে রাখার কায়দায় হুজ্জুতি করার নাম আর যাই হোক না কেন, ছাত্র আন্দোলন হতে পারে না। আর এই সবই হয়ে যাচ্ছে ওইসব প্রতিষ্ঠানের ছাত্র সংসদকে ঢাল করে। ছাত্র সংসদের কাজের পরিধি ছিল পড়ুয়াদের কল্যাণকর কর্মসূচির মধ্যে। যেমন, পত্রিকা প্রকাশ, খেলাধূলার আয়োজন, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা-সমাজসহ নানা বিষয়ের আলোচনা-বিতর্ক সভা ইত্যাদি। বৃহত্তর সমাজের রাজনীতি কখনওই কলেজ ক্যাম্পাসের অন্দরের একান্ত ছাত্রস্বার্থবাহী বিষয়গুলিকে ছাপিয়ে যেত না। সমাজের প্রয়োজনে আমরা রাস্তায় নেমেছি। ট্রামে-বাসে ছাত্র কনসেশনের দাবিতে আমরা যখন রাস্তায় নামি, তখন রাজ্যে সিদ্ধার্থশংকর রায়ের কংগ্রেস সরকার। ছাত্র পরিষদ কর্মী হয়ে সেই দাবিতে পথে নেমেছিলাম—নিজেদের সরকারের বিরুদ্ধে। কিন্তু কোনও অবস্থাতেই সেটা এমন পর্যায়ে পৌঁছায়নি যে আমাদের সেই আন্দোলনের ধারাকে কালিমালিপ্ত করতে পারে। কখনও ছাড় বা কনসেশনের দাবি, কখনও গরিব-মেধাবী সহপাঠীদের পাশে দাঁড়াতে কর্তৃপক্ষকে বাধ্য করা, কখনও আবার প্রাকৃতিক দুর্যোগে রাস্তায় নেমে সাধারণ মানুষের থেকে ত্রাণসামগ্রী জোগাড় করা—এসবই ছিল ছাত্র আন্দোলনের বিষয়বস্তু। ছাত্র-ছাত্রীরা কি সেই সময় বৃহত্তর সমাজের রাজনীতির সঙ্গে যুক্ত থাকত না? নিশ্চয়ই থাকত। সমাজ সচেতন ছাত্রদের রাজনৈতিক মতামত ছিল, হিতাহিত বোধ ছিল। তার নিরিখেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িয়েছে একাংশ। প্রিয়রঞ্জন দাশমুন্সি, সুব্রত মুখোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—সবাই কিন্তু ছাত্র রাজনীতিরই প্রোডাক্ট। ছাত্র সংগঠনের কাজের মধ্য দিয়ে রাজনীতির মূল স্রোতে এসেছেন। কিন্তু একালের ছাত্র রাজনীতিতে বড়ই অভাব কমিটমেন্টের। নানা ধরনের সামাজিক দুর্দশাকে সামনে রেখে আন্দোলনে শামিল হতাম আমরা। বর্তমান প্রজন্মের মধ্যে সেই সামাজিক কমিটমেন্ট সেভাবে দেখা দেখা যায় না। প্রতিযোগিতার বাজারে তারা আত্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, কমিটমেন্টের বদলে অ্যাডভেঞ্চারিস্ট। এটাই সেকাল-একালের তুলনামূলক ছাত্র সমাজের চিত্র।

তাহলে প্রশ্ন জাগতে পারে, আসল ব্যাধি কোথায়? এককথায় বললে—অর্থই অনর্থের মূলে। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিউনের তহবিল এখন নানা কারণে অনেক স্ফীতকায় হয়েছে। দ্রুত বদলে গিয়েছে চরিত্র। বেড়ে গিয়েছে সরকারি অনুদান। বেসরকারি পৃষ্ঠপোষকতার কল্যাণে অনেক কলেজের আর্থিক জোগান আমাদের সময়ের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর এই আর্থিক সচ্ছলতা এইসব প্রতিষ্ঠানের একাংশকে এমনভাবে গ্রাস করেছে যে, তাদের কর্মকাণ্ডের নীতিগত অবস্থানও ক্রমশ বদলে গিয়েছে। ছাত্রসমাজ সেই নৈতিক অবক্ষয়ের আগ্রাসন থেকে মুক্ত হওয়া দূরের কথা, আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। অছাত্রসুলভ নানা উপাদান তাদের মধ্যে প্রকট হচ্ছে।

কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, সেই কলেজের প্রাক্তনীদের কেউ কেউ ছাত্র ভরতির মরশুমে সক্রিয় হয়ে উঠছে। অর্থের বিনিময়ে ভরতির প্রক্রিয়াকে প্রভাবিত করছে। শিক্ষামন্ত্রী হিসাবে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, বিগত সাড়ে তিন দশকের বাম জমানায় ছাত্র রাজনীতির দাপটে মেধাকে বিসর্জন দিয়ে ছাত্র ভরতি পর্বে নেতাদের স্বজনপোষণ। যা দেখেছে রাজ্যবাসীও। আমরা তাই প্রথম থেকেই শিক্ষার প্রসার ও উন্নতিকল্পে একাধিক সংস্কারের পথ ধরেছি। কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীর পদপূরণে তৎপর হয়েছি। পরিকাঠামোগত উন্নয়নে নজর দিয়েছি। সময়োপযোগী এবং সর্বভারতীয় স্তরে শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে পাঠক্রম আরও আধুনিক ও কার্যকরী করার সংকল্প নিয়েছি। কলেজে ভরতিতে মেধাকে একমাত্র অগ্রাধিকার দিয়েছি। তাই সর্বত্র অনলাইন ভরতি। এটা আমাদের সরকারের একটা যুগান্তকারী উদ্যোগ। ভরতি প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যেই যে এই পদক্ষেপ, সেটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি। মেধাবী কোনও পড়ুয়া যাতে তার যোগ্যতা অনুসারে নির্দিষ্ট কলেজে ভরতি হতে পারে, তা নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু মুষ্টিমেয় কিছু ছাত্র এই শৃঙ্খলায় বিপাকে পড়েছে। দেখা গিয়েছে, এইসব তথাকথিত ছাত্রনেতা নিজেরা কলেজে ক্লাস করে না। অনেকে আবার পাশ করার পর ফের অন্য কোনও বিষয় নিয়ে ভরতি হয়ে কলেজে নাম লিখিয়ে রাখে। স্বভাবতই তাদের কাছে কলেজ-শিক্ষার প্রতি সেই কমিটমেন্ট আশা করা যায় না। শিক্ষাঙ্গন তাদের কাছে ব্যক্তিগত ক্ষমতা ও দুর্নীতির আখড়া বিশেষ। আমাদের সরকার তথা মুখ্যমন্ত্রী শিক্ষাকে তাঁর অগ্রাধিকারের শীর্ষে জায়গা দিয়েছেন। বাংলাকে বিশ্বের দরবারে জায়গা করে দিতে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তাঁর সেই জয়যাত্রায় সামগ্রিকভাবে শিক্ষার পরিমাণ ও গুণগত প্রসারই প্রধান অস্ত্র। তাই এতকাল ধরে চলে আসা ব্যবস্থাটার খোলনোলচে বদলাতে হচ্ছে। বদল ঘটালে কিছু কায়েমি স্বার্থে ধাক্কা তো লাগবেই। আমরা যে অনলাইন প্রক্রিয়া চালু করেছি, তা এখনই একশো শতাংশ সফল এমনটা দাবি করব না। ব্যবহারিক ক্ষেত্রে কিছু দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রের ছদ্মবেশধারী কেউ কেউ ভরতি প্রক্রিয়া থেকে মুনাফা লোটার চেষ্টা করছে। এই প্রবণতা অনেকটাই রুখে দেওয়া গিয়েছে। তবে সম্পূর্ণ নির্মূল হয়নি। কিন্তু ভরতি প্রক্রিয়ার সংস্কারে যে রাজনৈতিক সদিচ্ছা আমাদের সরকার দেখিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এমনকী আমাদের অতি বড় সমালোচকও বুকে হাত দিয়ে মেধাভিত্তিক অনলাইন ভরতি প্রক্রিয়ার সমালোচনা করার সাহস পাবেন না। এটাই আমাদের শক্তি। এটা শিক্ষা ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের এই ঐতিহাসিক পদক্ষেপ বলেই আমি মনে করি।

এরপরেই আসছে ‘ছাত্র সংসদ’ ব্যবস্থার সংস্কার। ইতিমধ্যে লিংডো কমিশনের (কেন্দ্রের তৈরি শিক্ষা বিষয়ক কমিশন) রিপোর্টের সুপারিশ আমাদের হাতে এসেছে, বিভিন্ন শিক্ষাব্রতী মানুষের মতামত পাওয়া গিয়েছে। এইসব মতামতকে সামনে রেখেই বিভিন্ন স্তরে রাজ্যের শিক্ষানুরাগীদের সঙ্গেও আমরা মত বিনিময় করেছি। ছাত্র সংসদ পরিচালনার নামে যে অব্যবস্থা ক্রমশ ক্যাম্পাসগুলোকে অশান্তির আগার বানিয়ে ফেলেছে, সবাই তার অবসানের পক্ষে সওয়াল করেছেন। মুখ্যমন্ত্রী চান, ছাত্ররা রাজনীতি সচেতন হোক। ছাত্র রাজনীতি থাকুক। কিন্তু শিক্ষাঙ্গনকে কলুষিত করার রাজনীতির ইতি ঘটুক। তাঁর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়ে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাজ্য বিধানসভায় বিল পাশ করানো হয়েছে। রাজ্যপালের প্রয়োজনীয় সম্মতি লাভের পর, উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিয়নের বিকল্প ছাত্র পর্ষদ বা স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত এখন আইনি শিলমোহর পেয়েছে। মনে রাখতে হবে—এই স্টুডেন্টস কাউন্সিল গঠনের প্রচলন বহু যুগ ধরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। উৎকর্ষের বিচারেও তাদের ভূমিকা অগ্রগণ্য। ওইসব প্রতিষ্ঠানের পরীক্ষিত এই স্টুডেন্টস কাউন্সিলই আমাদের প্রেরণা দিয়েছে। তাই ক্যাম্পাস সংস্কারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রূপায়ণে আমরা বদ্ধপরিকর। অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়নের বদলে স্টুডেন্টস কাউন্সিল। এটাও রাজ্যের এতকাল ধরে চলে আসা অচলায়তনে ধাক্কা। বিতর্ক উঠবে, ঝড় উঠবে। ফের একদল কায়েমি স্বার্থের সঙ্গে সংঘাত অনিবার্য। তা খুব বেশি হলে কালবৈশাখীর মতো কিছু বিশৃঙ্খলা আমদানি করে থেমে যাবে। ঝিমিয়ে পড়বে। কেননা প্রত্যেক পড়ুয়ার নেপথ্যে থাকে তার পরিবার-পরিজন। কলেজের ছাত্র সংসদের নামে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ পর্ষদ অভিভাবক সমাজকেও স্বস্তি দেবে। ক্যাম্পাসে ছাত্র ভেকধারীদের কোনও ভূমিকাই থাকবে না। ফলে দীর্ঘকাল ধরে চলে আসা ওই তথাকথিত ছাত্র নেতারা বেকার হয়ে পড়বে।

নতুন ব্যবস্থায় গণতন্ত্র আরও সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত হবে প্রকৃত পড়ুয়াদের অংশগ্রহণে। নিয়মিত কলেজে আসা এবং ক্লাস করাটাই নেতা হওয়ার পূর্বশর্ত নতুন নিয়মে। প্রতি বিভাগেই শিক্ষকদের একজন নির্বাচিত কমিটির মাথায় থাকবেন। সমগ্র পর্ষদের শীর্ষে অধ্যক্ষ বা অধ্যাপক থাকবেন। কাউন্সিলের নির্বাচনে কোনও অবস্থাতেই একজন ছাত্র দু’বারের বেশি অংশ নিতে পারবে না। কাউন্সিলের মেয়াদকাল হবে দু’বছর। ফলে, একমাত্র পড়ুয়ারাই কাউন্সিলের পদাধিকারী হবে। নানা অছিলায় বছরের পর বছর কলেজে ছাত্র সংসদ কবজায় রেখে ক্যাম্পাস কলঙ্কিত করার রাস্তা বন্ধ। রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ শিক্ষার সম্প্রসারণ ও উৎকর্ষ বাড়ানো। মুখ্যমন্ত্রীর চেষ্টায় এক্ষেত্রে মেধাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বৃত্তি চালু হয়েছে। তথ্য-প্রযুক্তির ব্যবহার ছাত্রসমাজে জনপ্রিয় করতে ইতিধ্যেই ব্যবস্থা নিয়েছে সরকার।

ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। কাজটা কঠিন, কিন্তু অসাধ্য নয়। সমস্ত শিক্ষা সচেতন মানুষ-ছাত্রসমাজ-অভিভাবক-শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যৌথ প্রয়াসে এই উদ্যোগ সফল হবেই।

 

This article was first published on Bartaman dated August 20, 2017