Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

After the success of baluchari showroom, now exclusive jamdani showroom

Baluchari and jamdani are two of the most beautiful examples of sarees from Bengal. The State Government has been making a lot of efforts to make them more popular. As a result, the lot of the handloom weavers who make these is also improving.

Depending on the quality and types of saree, the earning of weavers has increased from 200 to 250 per day to Rs 350 to 500 per day.

Last April, Tantuja had opened an exclusive showroom for baluchari products on Park Street, Kolkata – not just sarees, but readymade garments, kurtas, belts, ladies’ bags and home décor items too.

The huge success of that has now encouraged Tantuja to open another exclusive outlet – this time for jamdani products, on Lenin Sarani.

It is going to be opened to the public in early 2018. To make the jamdani sarees more affordable, products covering a wide range of prices would be available – from Rs 2,000 to Rs 1 lakh.

Tantuja’s exclusive baluchari showroom has seen unprecedented success. From sales worth Rs 10 to 12 lakh per year, covering all the outlets, this one outlet, during the first six months from April 2017, has sold goods worth Rs 52.17 lakh.

 

তাঁতশিল্পের প্রসারে এবার জামদানির নয়া বিপণন

বাংলার তাঁতশিল্পের বাজারকে আরও ছড়িয়ে দিতে এবার জামদানি শাড়িতে নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নবাবি আমলের মুঘল দরবারি চিত্রকলার সঙ্গে বাংলার নকশি কাঁথায় মন্দির টেরাকোটার বুননে তৈরী বালুচরির চাহিদা বরাবরই ছিল। বালুচরির বিক্রী বাড়াতে আট মাস আগে ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্র গড়েছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ‘তন্তুজ’। একই ধাঁচে বাংলার বস্ত্রশিল্পের ওপর এক অতুলনীয় সৃষ্টি জামদানির বাজারকে চাঙ্গা করে তুলতে শহরের বুকে আরও একটি নতুন এক্সক্লুসিভ বিপণন কেন্দ্র গড়ে তুলছে তারা।

লেনিন সরণীতে এই শোরুমটি তৈরী হচ্ছে। টেন্ডার ডেকে কাজ শুরু হয়ে গেছে। এখানে থাকবে নানা ধরনের জামদানি শাড়ি। দুই আড়াই হাজার থেকে শুরু করে একলাখি জামদানিও পাওয়া যাবে এখানে।

পার্ক স্ট্রীটে তন্তুজের বালুচরি শাড়ির ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্রটি চালু হয়েছে গত এপ্রিল মাসে। সংস্থার সূত্র থেকে জানা গেছে, আগে সংস্থার বিভিন্ন শোরুম থেকে বালুচরি বিক্রী করে বার্ষিক আয় হত বড়জোর ১০ থেকে ১২ লক্ষ টাকা। নতুন বিপণন কেন্দ্রটির দৌলতে তা বেড়েছে পাঁচগুণেরও বেশী। এপ্রিল থেকে অক্টোবর মাত্র ছয় মাসে সেখান থেকে বালুচরি বিক্রী হয়েছে ৫২ লক্ষ ১৭ হাজার টাকার।

বালুচরি, স্বর্ণচরি ও জামদানি বাংলার হস্তশিল্পের অন্যতম নিদর্শন। তাই এদের জনপ্রিয়তা বাড়াতেই এরম উদ্যোগ নেওয়া হচ্ছে। বালুচরির এক্সক্লুসিভ শোরুমটি থেকে বিপুল লাভের পরেই এই নতুন বিপণনটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই এই কেন্দ্রটি উদ্বোধন করা হবে।

তন্তুজের এই উদ্যোগে প্রধানত উপকৃত হচ্ছেন বাংলার তাঁতশিল্পীরা। তাদের দৈনিক মজুরীও অনেক বেড়েছে। শাড়ির ধরন অনুযায়ী তাঁতিরা প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ টাকার মতো মজুরি পাচ্ছেন। আগে এই মজুরি ছিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এখন আরও একটি এক্সক্লুসিভ বিপণী খোলার পর বাংলার তাঁতশিল্প যেমন অন্য মাত্রা পাবে, তেমনই তাঁতিদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

 

Banks of Adi Ganga getting renovated on the lines of canal banks along EM Bypass

The banks of the Adi Ganga along Baruipur are being renovated by Kolkata Metropolitan Development Authority (KMDA).

Just like Millennium Park and the waterside areas along the EM Bypass have been renovated, the banks of the Adi Ganga along the extended EM Bypass extending to Baruipur is being renovated.

Both the banks are getting flanked by borders made of environment-friendly material. Tiled pavements are being built along the Adi Ganga for residents to take walks, be it morning walks or evening walks or during any time of the day.

Flowering plants from India and other countries would flank the pavements and the banks of the river. After the project is completed, adequate security arrangements would be set up too.

আদিগঙ্গার সংস্কার-সৌন্দর্যায়ন শুরু

চাঁদ সওদাগরের সপ্তডিঙা মধুকর নামের বাণিজ্য নৌকা যে আদিগঙ্গা দিয়ে সিংহলে যেত, সেই পথের সৌন্দর্যায়ন শুরু করছে রাজ্য সরকার। সেই স্রোতধারা আজ স্তব্ধ, দূষিত, নোংরা জলে মলিন। হারিয়ে যেতে বসা মনসামঙ্গলের সেই প্রাচীন জনপথকে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নয়া আঙ্গিকে ফিরিয়ে দিতে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই নির্দেশ মেনে আদিগঙ্গার দুই তীরকে আকর্ষণের কেন্দ্রভূমি হিসেবে গড়ে তুলছে সেচ দপ্তর। গত ছয় বছরে কেএমডিএ-এর হাট ধরে সম্প্রসারিত বাইপাস আদিগঙ্গার দুপাশ দিয়ে কামালগাজি, বারুইপুর হয়ে লক্ষ্মীকান্তপুর শাখার শাসন স্টেশন ছুয়েছে। পাশে আছে বারুইপুর পুরসভার বিখ্যাত পিকনিক স্পট ‘আরন্যক’। বারুইপুর অংশে প্রায় পাঁচ-ছয় মিটার চওড়া পৌরাণিক এই নদীপথ। বিধানসভার মাননীয় স্পিকার চান, গাছ কাটা বন্ধ করে দূষণ থেকে জনপদকে বাঁচানোর পাশাপাশি ঐতিহাসিক-আদিগঙ্গার সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যায়ন।

প্রথম দফায় ১০ কোটি টাকায় পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত কাজ শুরু করেছে সেচ দপ্তর। দ্বিতীয় দফায় শাসন পর্যন্ত হবে। সেচমন্ত্রী জানিয়েছেন প্রথম দফার কাজ এক বছরের মধ্যে শেষ হবে।

স্পিকার বলেন, আদিগঙ্গার দুপাশই পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাঁধানো হচ্ছে। বাস্তুতন্ত্র মেনে ও জলীয় উদ্ভিদ এবং প্রাণীসম্পদকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা যাতে হাঁটতে পারেন, সেজন্য ফুটপাথে ও রঙ্গীন টাইলসে মোড়া রাস্তা হচ্ছে। থাকবে ব্রিটিশ স্থাপত্যে মোড়া লোহার চেয়ার ও বর্ণময় ফোয়ারা। বসানো হবে দেশ বিদেশের বাহারি ফুল ও ফলের বর্ণময় সারি। রক্ষণাবেক্ষণ ও নজরদারির ব্যবস্থাও করছে পঞ্চায়েত ও পুরসভা।

 

Source: Sangbad Pratidin

Farmers are our assets: Bengal CM at Mati Utsav inauguration

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated Mati Utsav today at Mati Tirtha, which is located in Purba Bardhaman district.

The Chief Minister had initiated the festival marking the growth of the agriculture sector in the state. Initially, it used to take place at Lalbaba Ashram Ground in Panagarh. It was in 2016 that Mati Tirtha, a permanent venue, was set up near Kalna Road.

The preparation for the festival had started in December. Thousands of people visit Mati Tirtha during the event.

There are stalls of the Agriculture Department and its allied departments where farmers would get to know about different modern techniques of farming. There will also be a separate arena where they can discuss the problems they usually face in farming with experts. The step has been taken so that after getting to know about the problems, concerned officials of the departments can revert promptly with remedies.

Besides felicitating the farmers, there are certain new components at the Mati Utsav this year.

It may be mentioned that the Trinamool Congress Government has taken several steps for the benefit of farmers over the past six years to ensure that they incur profit. The average annual income of farmers has doubled, compared to six years ago.

 

Highlights of the Chief Minister’s speech:

We started Mati Utsab in 2012 while United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. Bengal is the only State which started a festival centered around the soil.

We set up this permanent ‘Mati Tirtha’ to help farmers, provide them inputs on farming, listen to their problems and provide solutions.

103 farmers have been honoured with Krishak Samman today.

Our Kanyashree girls stopped 120 child marriages in different districts. They will be felicitated with Bravery Award. My best wishes to them.

We returned the land forcefully acquired in Singur. The land has become fertile and productive again.

We have paid compensation worth Rs 1200 crore to farmers affected by floods.

We have received Krishi Karman award five years in a row for our achievements in agriculture.

79 lakh Kisan Credit Cards have been disbursed. Banks have been asked to give more loans against these KCCs.

14 March is observed as Kisan Dibas in Bengal. Our farmers are our assets. If they do well, will they produce food for us to eat. You are our pride. It is our responsibility to work for them.

Three new Kishi Universities have been set up. We have set up 186 Kisan Mandis. We are providing farming equipment to farmers.

361 purchase centres have been set up for direct procurement of paddy from farmers.

We have paid premium worth Rs 626 crore for Fasal Bima. 45 lakh farmers have benefitted. Farmers do not pay a penny. 21 lakh hectare farmland has been brought under crop insurance.

We have done away with ‘khajna’ tax on agricultural land.

Bardhaman Purba and Bardhaman Paschim districts have been declared ODF today. My best wishes to the people. 4.4 lakh toilets have been constructed in these districts.

Four new power sub-stations are coming up in Bardhaman Purba district, new power project at Katwa is also under process.

38 Nischay Jaan ambulances (for pregnant women) are being allotted to Bardhaman Purba district. A multi super speciality hospital is coming up at Kalna.

A new Textile Park is coming up at Shaktigarh. A Mishti Hub is also coming up in Bardhaman, which is famous for its sweets.

A new North-South Corridor being set up that will pass through Bardhaman. Rs 3000 crore has been allocated for this project.

We have started a Rs 2768 crore project to bring more land under irrigation in the districts of Paschimanchal.

5 lakh beneficiaries will be handed over houses under ‘Banglar Bari’ scheme on January 29, 2018.

Three lakh people have received assistance for building houses under Geetanjali scheme.

Bengal cannot be threatened by intimidation tactics. We live with our heads held high.

 

 

কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব: মুখ্যমন্ত্রী

আজ পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত মাটি তীর্থে মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষির উন্নয়নের জন্য, এবং কৃষকদের বিভিন্ন সমস্যা এক ছাতার তলায় সমাধান করতেই এই মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে এই উৎসব পানাগড়ে অনুষ্ঠিত হত। ২০১৬ সালে একটি স্থায়ী জায়গা তৈরী করা হয় কালনা রোডের পাশে – এই স্থানটিকেই বলা হয় মাটি তীর্থে।

এই উৎসবের প্রস্তুতি ডিসেম্বর মাসেই শুরু হয়ে গেছিল। হাজার হাজার মানুষ উৎসবের সময় মাটি তীর্থে আসেন। এই উৎসব প্রাঙ্গনে কৃষি ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দপ্তরের স্টল থাকবে, যেখানে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির ব্যাপারে জানতে পারবেন। কৃষিক্ষেত্রে নানা সমস্যার ব্যপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার ব্যবস্থা থাকবে। কৃষকদের সম্বর্ধনাও দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদ্যোগ নিয়েছেন। কৃষকদের আয় ছয় বছরে দ্বিগুন হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আমরা ২০১২ সালে মাটি উৎসব চালু করেছি, আর ইউনাইটেড নেশন চালু করে ২০১৫ সালে। বাংলা একমাত্র রাজ্য যারা মাটিকে ভালোবেসে মাটি উৎসবের কথা ঘোষণা করেছিল।

আমরা মাটি তীর্থ তৈরি করেছি। এখানে কৃষকদের মাটি কথা শোনানো হবে, প্রদর্শনী হবে, পরামর্শ দেওয়া হবে এবং মাটির গুনগান ব্যাখ্যা করা হবে।

আজ ১০৩ জন কৃষককে কৃষক সম্মান দেওয়া হল।

আমাদের কন্যাশ্রী মেয়েরা জেলায় জেলায় ১২০ টি বাল্য বিবাহ বন্ধ করেছে। তাদেরকে Bravery Award দিয়ে পুরস্কৃত করা হবে। ওদের জন্য আমরা গর্বিত।

আমরা সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি। সেখানে এখন সোনার ধান ফলছে। এটা আমাদের গর্ব।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে আমাদের সরকার।

আমরা পরপর ৫ বার কৃষি কর্মন পুরস্কার পেয়েছি। আমাদের সরকার কথা কম বলে, কাজ বেশি করে।

৭৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। কৃষি ঋণ দেওয়ার জন্য আমরা আমাদের কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আমরা বলেছি, যাতে তারা বেশি করে লোণ দেয়।

আমাদের সরকার প্রতি বছর ১৪ মার্চ কৃষক দিবস পালন করে। কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। তারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব।

৩টি নতুন কৃষি মহাবিদ্যালয় তৈরি করা হয়েছে । আমরা ১৮৬ টি কিষাণ বাজার গড়ে তোলা হয়েছে। চাষের জন্য কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি, ঋণ দেওয়া হয়েছে।   

কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান কিনতে পারে সেজন্য কিষাণ বাজারগুলিতে ৩৬১ টি purchase centre তৈরি করা হয়েছে। আমরা এখন কৃষকদের থেকে সরাসরি ধান কিনছি।

২১ লক্ষ হেক্টর চাষের জমি আমরা বাংলা ফসল বিমার আওতায় নিয়ে এসেছি, এর মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছে। সরকার কৃষকদের জন্য ৬২৬ কোটি টাকা প্রিমিয়াম দিচ্ছে।

আমরা কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি।

আজ বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম জেলা নির্মল জেলা ঘোষিত হয়েছে। সকলকে আমার অভিনন্দন। এই জেলায় ৪.৪০ লক্ষের বেশি শৌচাগার তৈরি করা হয়েছে।

বর্ধমান পূর্ব জেলায় ৪ টি নতুন পাওয়ার সাব স্টেশন তৈরি হচ্ছে, কাটোয়ায় আরও একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।

বর্ধমান পূর্ব জেলার জন্য ৩৮ টি নিশ্চয় যান দেওয়া হয়েছে। কালনায় মাল্টি সুপার হাসপাতাল চালু হয়েছে।

শক্তিগড়ে একটি নতুন টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। বর্ধমানে মিষ্টি হাব তৈরি হচ্ছে।

নর্থ সাউথ করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে আর একটি রাস্তা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির সেচের কাজের জন্য ২৭৬৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে গ্রামীণ আবাস যোজনার আওতায় বাংলার বাড়ি দেওয়া হবে।

৩ লক্ষ মানুষকে গীতাঞ্জলি প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাংলা কখনো মাথা নত করে না, কারো কাছে আত্মসমর্পণ করে না।

 

Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Bengal has one of the most affordable health services, says a recent Central Govt report

A recent Central Government report has praised the health service of Bengal, saying that is one of the cheapest in the country, and hence highly affordable for the rural population.

The report by the Central Bureau of Health Statistics says that compared to Gujarat, Goa, Rajasthan, Andhra Pradesh, Himachal Pradesh, Bihar, Assam, Madhya Pradesh and Manipur, Bengal offers health services to the rural populace which are much more poor-friendly in terms of cost.

According to the report, whereas the average national cost of hospitalisation, including tests and medicines, in government-run facilities for one person is Rs 17,000 in rural areas, the cost in Bengal is only Rs 10,000 on an average.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress is rapidly changing the standard of public health service in the state. Treatment at government hospitals is free, including many of the major operations. Courtesy fair price medicine shops and fair price diagnostic services, the people get services at costs which are affordable to all.

 

গ্রামাঞ্চলের চিকিৎসা অনেক সস্তা পশ্চিমবঙ্গেই

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের মানুষকে হাসপাতালে চিকিৎসা করাতে যত খরচ করতে হয়, গুজরাত, গোয়া, রাজস্থান, মণিপুরের গ্রামে সেই খরচটা তুলনায় অনেক বেশি। এমনকী গোটা দেশের মধ্যে গুজরাতের গ্রামবাসীদেরই চিকিৎসার জন্য সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে বলে জানিয়েছে ওই রিপোর্ট।

‘সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স’-এর ওই রিপোর্টে দেখা যাচ্ছে, গুজরাত ছাড়াও অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যের চেয়েই পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তির খরচ কম। অর্থনীতিবিদেরা বলেন, রাতারাতি কোনও মানুষকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত স্তরে নামিয়ে আনার অন্যতম কারণ হতে পারে চিকিৎসার খরচ। কোনও সরকার এই খরচে রাশ টানতে পারলে তা বড় সাফল্য হিসেবে দেখা হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের মতো সরকারি ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ‘ফ্রি’ আর কোথাও নেই।’’

রিপোর্ট বলছে, সারা দেশের নিরিখে এক জন রোগীর হাসপাতালে ভর্তির গড় খরচ গ্রামাঞ্চলে গড়ে ১৭ হাজার টাকা এবং শহরাঞ্চলে মোটামুটি ২৬ হাজার টাকা। সরাসরি চিকিৎসার খরচ এবং তার আনুষঙ্গিক খরচ— দু’টিই এর অন্তর্ভুক্ত। গুজরাতে এই খরচ রোগী পিছু ৩২ হাজার টাকারও বেশি। সেখানে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কাউকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হলে সাড়ে ১০ হাজার টাকার মতো গড়ে খরচ হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের একটি কেন্দ্রীয় রিপোর্ট জানিয়েছিল, গ্রামীণ গুজরাতে প্রয়োজনের তুলনায় সার্জনের ঘাটতি ৯০ শতাংশ, স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞের ঘাটতি ৯৫ শতাংশ।

Source: Anandabazar Patrika

WBLSDC selling exotic meat too at its Kaviar chain of takeaway shops

The West Bengal Livestock Development Corporation (WBLSDC) will expand its chain of takeaway meat shops – Kaviar – across Kolkata and across seven districts (Purba Bardhaman, Purba Medinipur, Paschim Medinipur, Alipurduar, Jalpaiguri, Birbhum and Howrah). They sell both frozen raw meat and dressed and processed meat items.

Apart from chicken and mutton, unconventional meat like rabbit, dressed peking duck and dressed turkey will be available, he further said. The shops will also sell ready-to-eat meat dishes.

Exotic dishes like gandhoraj rabbit, duck mussallam and duck roast are already offered at the Kaviar outlets in operation.

The planned prices of the raw meats per kilogram are as follows:

  • Quail (five pieces) – Rs 220
  • Duck – Rs 350
  • Lamb – Rs 480
  • Turkey – Rs 510
  • Rabbit – Rs 550
  • Goat – Rs 550

 

Looking at the popularity of cooked meat dishes at the recently-held Ahare Bangla food festival in Kolkata, the WBLSDC authorities have planned to cash in on that.

 

বিভিন্ন ধরনের মাংসের পসরা নিয়ে এল রাজ্য সরকার

এবার পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের বিভিন্ন দোকান থেকে পাওয়া যাবে মাংসের সম্ভার। মুর্গী ও পাঁঠার মাংস ছাড়াও এখানে থাকবে আরও অন্য ধরনের মাংস। কাঁচা মাংস ছাড়াও পাওয়া যাবে রান্নাকরা পদও।

কিলো প্রতি মাংসের দাম:

কোয়েল (৫ পিস) – ২২০ টাকা

হাঁস – ৩৫০ টাকা

ভেড়া – ৪৮০ টাকা

টার্কি – ৫১০ টাকা

খরগোশ – ৫৫০ টাকা

ছাগল – ৫৫০ টাকা

এছাড়াও, পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের স্টলের সংখ্যা বাড়ানো হবে কলকাতা ও আরও সাতটি শহরে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম এবং হাওড়ায় জেলাসাশকের দপ্তরের চত্বরেই এই ক্যাভিয়ার দোকান খোলা হচ্ছে।

Source: The Times of India

 

Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Bengal Chief Minister Mamata Banerjee today attended the Indian History Congress being held at Kolkata. Speaking on the occasion she asserted the importance of taking lessons from history for a better future.

The CM also slammed the current trends of distorting and rewriting history by certain sections. She called it a crime. She expressed dismay at the attempts to portray Godse as a patriot while questioning the patriotism of Mahatma Gandhi.

Mamata Banerjee also announced the formation of West Bengal State Records Commission, on the lines of Indian History Records Commission.

Highlights of her speech:

  • The Indian History Congress is a remarkable platform for exchanging ideas.
  • We must never forget our history. History is our guiding light for the future. If we are aware of our past, we can work for the betterment of our future.
  • History is truth. Reality and truth are the inspirations for history. Truth cannot be misguided. Once history is recorded after research, it should not be distorted.
  • History is nothing but examples of good practice that we must follow and bad practice that we must avoid.
  • I am aware that many historians are unhappy about the current situation prevailing in the country. I may or may not be in power, but I must abide by my Constitutional obligations.
  • There is a growing tendency to rewrite history. What will researchers do? What are historians there for?
  • Distorting historical facts is a big crime. Sometimes there is a calculated motive. Some sections are raising questions about the patriotism of Mahatma Gandhi and calling Godse a patriot.
  • Bengal has a rich heritage. Every aspect of our national, social and political history was born in Bengal. Our history cannot be completed without Bengal’s contribution – from social reforms to freedom movement.
  • From Rabindranath to Raja Rammohan Roy to Ishwar Chandra Vidyasagar – so many icons were born in Bengal. Several renowned historians were also born in Bengal.
  • Our main strengths are unity in diversity, our federal structure and the multi-party democracy.
  • A certain political party has started rewriting the history of India. Historians must speak the truth. Distorting history for political vendetta is endangering the future of the country.
  • I feel ashamed when I see my country bleeding due to caste war or religious strife.

 

ইতিহাস বিকৃত করা একটি অপরাধ, ইতিহাস কংগ্রেসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ইতিহাস কংগ্রেসে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।

এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন তিনি। কিছু মানুষ যে ভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়। চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ।
  • আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।
  • ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।
  • ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপতাকে বর্জন করুন।
  • আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।
  • ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?
  • পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।
  • বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।
  • আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্রের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গনতন্ত্র।
  • একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।
  • জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।