সাম্প্রতিক খবর

জুলাই ৩১, ২০১৮

ঢেলে সাজছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো

ঢেলে সাজছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো

রাজ্যের পর্যটনগুলিকে ঢেলে সাজানো হচ্ছে, বৃহস্পতিবার বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, নবদ্বীপে ইসকন হেরিটেজ সিটি তৈরী করতে চায় রাজ্য। ফোর্ড কোম্পানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠিও দিয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, তারাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ফুরফুরা শরিফ, পাথরচাপুড়ি এসব স্থান আরো সুন্দর করে সাজানো হয়েছে ফলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। হোম স্টে ট্যুরিজমের ওপর জোর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর, বকখালি সাজিয়ে তোলা হয়েছে। তাজপুর, দার্জিলিং-ও সাজানো হচ্ছে। ঝড়খালিতে পরিবেশবান্ধব কটেজ করা হয়েছে।

চুরুলিয়ায় নজরুলের জন্মস্থান একটি গলির মধ্যে, সেখানে জায়গার ব্যবস্থা হলে আরও সাজানো হবে। কাজী নজরুলের নামে অন্ডাল বিমানবন্দর, একাডেমী, বিশ্ববিদ্যালয় তৈরী করা হয়েছে। সাগর থেকে পাহাড় সহ সব ধর্মীয় স্থানগুলি সাজানোর ওপর জোর দেওয়া হয়েছে।

সৌজন্যে: আজকাল