জুলাই ১২, ২০১৮
সরকারি বিজ্ঞাপনে মিলেছে সাড়া, রাজ্যে বেড়েছে মাংস বিক্রী

বাংলায় আবার বেড়েছে মাংস বিক্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে টিভির চ্যানেলে চ্যানেলে সরকারের তরফে দেওয়া হয়েছিল একটি বিজ্ঞাপন। সাধারণ মানুষকে সঠিক মানের মাংস কেনার জন্য অবহিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজ্ঞাপন দিয়েছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
মুখ্যমন্ত্রীর প্রয়াসে মিলেছে সাড়া। উল্লেখ্য, সারা রাজ্যে সঠিক গুনমানের মাংস যাতে বিক্রী হয়, সেটা সুনিশ্চিত করতে রাজ্য সরকার জুন মাসে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন এবং তাদের নির্দেশ দেন এই মর্মে একটি বিজ্ঞাপন তৈরী করতে। এই বিজ্ঞাপনে বলা হয়েছিল, ক্রেতারা যেন প্যাকেজিং করা মাংস কেনার আগে যাচাই করে নেন সেই মাংস এফএসএসএআই দ্বারা অনুমোদিত কিনা। ক্রেতাদের সচেতন করা হয়েছিল গুজবে কান না দিতে।