জুলাই ৬, ২০১৮
আগস্ট মাসে কলকাতায় এমএসএমই কনক্লেভ

আগামী ২০ ও ২১ আগস্ট দু’দিন ব্যাপী সিনার্জি স্টেট এমএসএমই কনক্লেভের আয়োজন করছে রাজ্য সরকার। নিউটাউনে নবনির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে যোগদান করবে ৫০০০-এরও বেশী ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। এই সম্মেলনে পাখির চোখ করা হবে ছোট নির্মাণ শিল্প, গ্রামীণ উদ্যোগ, এসএমই লিস্টিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রপ্তানি ব্যবস্থা, শিল্পের পরিকাঠামো, এবং প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ।
রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পর বিকাশের জন্য নানারকম পদক্ষেপ নিয়েছে। উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে, বেসরকারি সংস্থা ও শিল্পোদ্যোগীদের সাহায্যে এই কাজ করছে রাজ্য।