সাম্প্রতিক খবর

জুলাই ২৯, ২০১৮

রাজ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয় হবে

রাজ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয় হবে

রাজ্যে আরও ৫টি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি৷ বাকি ৪টি হবে আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, জলপাইগুঁড়ি আর দক্ষিণ দিনাজপুরে। সব মিলিয়ে, রাজ্যের ২৩ জেলায় মোট ২৮টি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার৷ তবে প্রথম মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয় এই প্রথম।

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কমিটিও গঠন করেছে৷ কমিটির শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৪৬ জন সদস্য রয়েছেন কমিটিতে৷ মূলত, ওই কমিটির উদ্যোগেই রাজ্যজুড়ে গান্ধী-জয়ন্তী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গান্ধীজিকে নিয়ে স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে গান্ধীজির আদর্শকে এ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে লাগাতার পরিকল্পনা রূপায়নের কাজ চলছে৷ মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে স্মরণে রেখেই রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে বাংলার সরকার৷

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিক্ষার মান বাড়াতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে৷ পড়ুয়াদের স্কুলমুখী করতে কন্যাশ্রী থেকে যুবশ্রী চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ সরকারি প্রকল্পের জেরে বেড়েছে উচ্চা শিক্ষায় উপস্থিতির সংখ্যা৷ ফলে, গ্রাম বাংলায় ছাত্রছাত্রীর ভিড় বাড়তে থাকায় এবার জেলায় জেলায় নয়া স্কুল-কলেজের খোলার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য৷

 

সৌজন্যে: সংবাদ প্রতিদিন