সাম্প্রতিক খবর

জুলাই ২৭, ২০১৮

ডিমের চাহিদা মেটাতে ৩০ কোটি টাকার পোল্ট্রি ফার্ম খুলছে রাজ্য

ডিমের চাহিদা মেটাতে ৩০ কোটি টাকার পোল্ট্রি ফার্ম খুলছে রাজ্য

এবার ডিম উৎপাদনে স্বনির্ভর হতে দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মুর্গী খামার বা পোল্ট্রি তৈরী করছে রাজ্য সরকার। প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে কল্যাণীতে এই খামার তৈরী প্রায় শেষ পর্যায়ে।

আগামী অক্টোবর মাস থেকে এই খামারে মুর্গীর ছানা ঢুকবে। তার ছ-সাত মাসের মধ্যে ডিম উৎপাদন তৈরী হয়ে যাবে। আপাতত তিন লক্ষ মুর্গীর ছানা এই খামারে রাখা হচ্ছে। দৈনিক ২.৮ লক্ষ ডিম পাওয়া যাবে এখান থেকে। এর পাশাপাশি আগামী বছর বড়জোরাতে আরও একটি তিন লক্ষ মুর্গী রাখার ক্ষমতাসম্পন্ন খামার করা হবে। অর্থাৎ বলাই যায় আগামী বছরের মধ্যেই দৈনিক প্রায় ছ’লক্ষ ডিম উৎপাদন সম্ভব হবে।

দপ্তরের পক্ষ থেকে ভাবনাচিন্তা করা হচ্ছে উত্তরবঙ্গে এই ধরণের আধুনিক তৃতীয় মুর্গী খামার খোলার। এই অত্যাধুনিক খামার খোলার আরেকটি উদ্দেশ্য বেসরকারি বিনিয়োগ আনা।