জুলাই ৬, ২০১৮
অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বাড়তি ভাড়া নেওয়ায় লাগাম টানল পরিবহণ দপ্তর

ক্যাব গুলির সার চার্জে লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দপ্তর বুধবার ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে পরিবহণ দপ্তর৷ এদিনের এই বৈঠকে ক্যাব সংস্থাগুলিকে বাড়তি সার চার্জ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়৷
এছাড়াও, যাত্রী হয়রানি রুখতে ওলা, উবেরের মতো ‘গতিধারা’র প্রকল্পের আওতায় থাকা গাড়িগুলিকে একত্রিত করে অনলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
বাড়তি সার চার্জের জেরে ওলা-উবেরের মতো অ্যাপ ট্যাক্সিতে চেপে বহু ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ নির্দিষ্ট দূরত্ব ও আনুমানিক সময় বিচার করে প্রাথমিকভাবে একটা ভাড়া ঠিক করে দেওয়া হয়৷ কিন্তু রাস্তায় বেরিয়ে যানজটে ফেঁসে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময় ভাড়ার পরিমাণ কিছুটা বেড়ে যায়৷ ফলে বাড়ে বিপত্তি৷ মূলত এই সমস্যা দূর করতেই আজ পরিবহণ মন্ত্রী নিজে ক্যাব সংস্থাদের নিয়ে বৈঠকে বসেন৷
শহরে যে প্রধান দুই ক্যাব সংস্থার গাড়ি চলে, তাদের বেশ কিছু নির্দেশ পাঠানো হয়৷ সেখানে বলা হয়েছে, কোনওভাবেই মাঝপথে ভাড়া বৃদ্ধি করা যাবে না৷ একবার যে ভাড়ায় রাজি হবে সংস্থা, সেই ভাড়াতেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে হবে৷ সার চার্জ নেওয়া যাবে না৷ ঝড়-বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের নামে সারচার্জ নেওয়া যাবে না। একই সঙ্গে ‘গতিধারা’র প্রকল্পের আওতায় থাকা গাড়িগুলি একত্রিত করে অনলাইনে মাধ্যমে পরিষেবা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে জানা গিয়েছে৷
অ্যাপ-ক্যাব সংস্থাগুলির তরফে সার্জের পরিমাণ ৫০% করতে বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সার্জের পরিমাণ ৪৫% এর বেশি হবে না. শুধু তাই নয়, সব রাইডে সাইজ নেওয়া যাবে না. মাত্র ২৫% রাইডে সার্জ চাপানো যাবে। সেই নিয়ম মণ হচ্ছে কিনা, প্রতি মাসে তার রিপোর্ট পাঠানো হবে পরিবহন দপ্তরের কাছে। তিন মাস অন্তর পর্যালোচনা বৈঠক হবে.
সৌজন্যে: মিলেনিয়াম পোস্ট