সাম্প্রতিক খবর

জুলাই ১৩, ২০১৮

বিদেশী পর্যটকদের জন্য দুর্গা পুজো কার্নিভ্যালে বিশেষ প্যাকেজ

বিদেশী পর্যটকদের জন্য দুর্গা পুজো কার্নিভ্যালে বিশেষ প্যাকেজ

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বিদেশী পর্যটকদের জন্য দুর্গা পুজো কার্নিভ্যালকে কেন্দ্র করে বিশেষ প্যাকেজ তৈরী করার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় এই কার্নিভ্যালের সূচনা হয়। কলকাতার সেরা দুর্গা পুজোগুলি বর্ণাঢ্য শোভাযাত্রার করে রেড রোড ধরে বিসর্জনের উদ্দেশ্যে যায়।

পর্যটন দপ্তরের এক আধিকারিক বলেন, গত বছর এই কার্নিভ্যালে প্রচুর বিদেশী পর্যটক এসেছিলেন। তাই, এবছর থেকে তাদের জন্য বিশেষ প্যাকেজ তৈরীর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই প্যাকেজের মধ্যে থাকবে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থানে ঘোরার সুযোগ। এই প্যাকেজের মাধ্যমে রাজ্য সরকারের হোমস্টে পর্যটনও জনপ্রিয়তা অর্জন করবে। রাজ্য সরকার সাম্প্রতিককালে হোমস্টে পর্যটনকে জোর দিতে চাইছে।

এই কার্নিভ্যালের দৌলতে বিদেশী পর্যটকদের মধ্যে দুর্গা পুজো সম্বন্ধে কৌতূহল ও আগ্রহ বেড়েছে। তার ফলে সারা বিশ্বের দরবারে খ্যাতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।

উল্লেখ্য, এই বছর থেকে এই কার্নিভ্যাল প্রতি জেলা সদরে অনুষ্ঠিত হবে।