জুলাই ২১, ২০১৮
শহীদ দিবসে ধর্মতলায় বঙ্গ সংস্কৃতির খন্ডচিত্র

শহীদ দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ যে বৃহৎ জনসভা আয়োজিত হয়েছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মতলায় দেখা গেল বাংলার সংস্কৃতির এক খন্ডচিত্র।
মঞ্চে উপস্থিত ছিলেন কলা, ক্রীড়া, সাংস্কৃতিক জগতের দিকপালরা। বাংলা সিনেমা জগতের, সঙ্গীত জগতের, টিভির জগতের প্রবাদ প্রতীম শিল্পীরা উপস্থিত ছিলেন।
কুচবিহার থেকে কাকদ্বীপ, সাগর থেকে শীতলকুচি – দূরদূরান্ত থেকে এসেছিলেন সাধারণ মানুষ। লোকশিল্পী, ঢাকি, ধামসা-মাদলের আওয়াজে মুখরিত ছিল ধর্মতলা।
দেখে নিন কিছু ছবি: