জুলাই ৯, ২০১৮
রাজ্যে জনপ্রিয় হচ্ছে সবুজায়ন প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প হল সবুজায়ন প্রকল্প। ভূমিক্ষয় রুখতে ভেটিভার ঘাস পোঁতা হয় এই প্রকল্পের অধীনে। এই প্রকল্পের দায়িত্বে আছে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প।
নদীয়া জেলায় এই প্রকল্প শুরু হয় কয়েক বছর আগে। এখানে ছ’টি নদীর পাড়ে প্রথম এই ঘাস পোঁতা হয়। নদীর পাড়ের মোট দৈর্ঘ্য ৭৪৩ কিলোমিটারের রের মধ্যে ইতিমধ্যেই ৩০০ কিলোমিটারে এই ঘাস পোঁতা হয়েছে । এই ঘাস ৭০টি নার্সারিতে উৎপাদন করা হয়।
নদীয়াতে এই প্রকল্পের সাফল্যর পর, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় এই প্রকল্প চালু করা হয়। সেখানেও সফল হয় সবুজায়ন প্রকল্প।
এই ঘাস দিয়ে অনেক রকম হস্তশিল্প তৈরী করা যায়। সবুজশ্রী প্রকল্পে সদ্যোজাত শিশুদের যে চারা দেওয়া হয়, সেগুলি বহন করে নিয়ে যাওয়ার ব্যাগ তৈরী করা হয় এই ঘাস দিয়ে।
ভেটিভার একটি সুগন্ধি ঘাস। তাই, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর এই ঘাসের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে। এ ছাড়া অন্যান্য সুগন্ধি ঘাস – যেমন সিট্রনেলা, লেমনগ্রাস – গুলোর উৎপাদনও বাড়ানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে আরোমা এক্সট্রাকশন ইউনিট খোলা হচ্ছে।