জুলাই ২৭, ২০১৮
সবুজ রক্ষা করা আমাদের কর্তব্য: বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় পালিত হল বন মহোৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার বক্তব্যের কিছু বিষয়:
- রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হবে। বন বিভাগ প্রায় ৫০ লক্ষ চারা গাছ দেবে।
- আমাদের সরকার ‘সবুজশ্রী’ প্রকল্প চালু করেছে, একটা বাচ্চা জন্মালে সেই বাচ্চার মা’কে, একটি গাছ উপহার দেওয়া হচ্ছে। যখন বাচ্চাটির ১৮ বছর বয়স হবে, তখন সে গাছটি বিক্রী করে যে টাকা পাবে তা তার ভবিষ্যতের কাজে লাগবে। এর ফলে সবুজের পরিমান বাড়বে। এই সবুজই একদিন ছায়া দেবে, সবুজই একদিন মানুষের কাছে শান্তির বাণী পৌঁছাবে, একতার বাণী পৌঁছাবে।
- যারা ধর্মে ধর্মে ভাগাভাগি করছে আমি তাদের ঘৃণা করি, মানুষ চেনা যায় মনুষ্যত্ব দিয়ে, মানবিকতা দিয়ে. এই পৃথিবীর সব মানুষই সমান। কথায়, ভাষায়, বর্ণে, চিন্তাধারায়, ধর্মে কিছু পার্থক্য থাকতে পারে,কিন্তু আমাদের সকলের রক্ত এক। কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ উর্দুতে বলে, কেউ হিন্দীতে বলে, কেউ গুজরাটি বা মারাঠিতে বলে। মানুষ যে কোনও ভাষাতেই কথা বলতে পারে। আমরা সব ভাষাকেই সম্মান করি, এটাই আমাদের দেশ।
- গাছ যেমন বিভিন্ন রকমের হয়, গান যেমন বিভিন্ন ধরণের হয় তেমনই আমাদের মধ্যেও অনেক রকম, অনেক জাতের মানুষ আছে, কেউ ব্রাহ্মণ,কেউ ক্ষত্রিয়,কেউ তফশিলি, কেউ দলিত, কেউ আদিবাসী— ধর্ম সকলের নিজের, কিন্তু উৎসব সকলের জন্য। ভারতবর্ষে সব ধর্ম-বর্ণ-জাতির মানুষের বসবাস। ভারতবর্ষ বৈচিত্র্যময়। আর বৈচিত্র্যের মধ্যে একতা – এটাই আমাদের ভারতবর্ষ।
- সবুজ যেন চিরকাল আমাদের মনকে সবুজ করে রাখে। সবুজ রক্ষা করা আমাদের কর্তব্য -এটাই হোক বন মহোৎসবে আমাদের শপথ। সবুজ না বাঁচলে মানুষের জীবন থেমে যাবে – ভালোবেসে গাছ লাগান।