জুলাই ৭, ২০১৮
'এক দেশ, এক ভোট' অগণতান্ত্রিক ও অবাস্তব: তৃণমূল

প্রধানমন্ত্রীর ‘এক দেশ এক ভোট’ তত্ত্ব অবাস্তব ও অগণতান্ত্রিক। তাই তৃণমূল কংগ্রেস এই মতের বিরোধী।
এই নিয়ে বিশদে বলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করা সংবিধানের মূল কাঠামোর বিরোধী।
আইন কমিশনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনার পর তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির এই তত্ত্বের বিরোধী কারণ এটি সম্পূর্ণ অবাস্তব ও সংবিধানবিরোধী। ধরা যাক, ২০১৯ সালে একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য নির্বাচনের আয়োজন করল। এবার যদি কেন্দ্রে জোট সরকার গঠন হয়, এবং তারা সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে কি কেন্দ্রের পাশাপাশি সমস্ত রাজ্যেও পুনর্নির্বাচন হবে? এটা অবাস্তব, অসম্ভব এবং সংবিধানবিরোধী। প্রথম গুরুত্ব সংবিধান ও গণতন্ত্র; তাছাড়া এর একটি অর্থনৈতিক দিকও আছে। সংবিধান মেনে চলা উচিত।
তিনি আরও বলেন, যারা সংবিধানের রচয়িতা, আম্বেদকর সহ সবাই ছিলেন পণ্ডিত ব্যাক্তি। আমরা তাঁদের তুলনায় জ্ঞানী নই। তারা কখনও এক দেশ, এক ভোট সম্বন্ধে কোনও কিছু বলেননি বা প্রস্তাব রাখেননি। কোনও রাজ্য বাধ্য নয় প্রধানমন্ত্রী যা চাইবে, তা করার জন্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর কথা রাখেন নি। ২০১৪ সালের ভোটের আগে প্রচারসভায় তিনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক নাগরিককে ১৫ লক্ষ টাকা করে দেবেন। সেটি ছিল একটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন প্রতিশ্রুতি, ঠিক এই ‘এক দেশ, এক ভোট’ তত্ত্বের মত।