সাম্প্রতিক খবর

জুলাই ৩০, ২০১৮

রাস্তা খারাপ!‌ পূর্ত দপ্তরকে জানান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে

রাস্তা খারাপ!‌ পূর্ত দপ্তরকে জানান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে

আপনার এলাকার রাস্তা খারাপ?‌ বর্ষায় ভেঙেচুরে একশা?‌ হোয়াট্‌সঅ্যাপে খবর দিন পূর্ত দপ্তরকে। ব্যবস্থা নেবে দপ্তর।

রাজ্যের যে-‌কোনও প্রান্তে রাস্তা খারাপ হলে, এবার থেকে সরাসরি পূর্ত দপ্তরকে হোয়াট্‌সঅ্যাপ করলেই কাজ হয়ে যাবে। তবে সে-‌রাস্তা দপ্তরের হতে হবে। শুধু রাস্তাই নয়, কোথাও কোনও উড়ালপুল, কালভার্ট, আবাসন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, সংস্কারের প্রয়োজনে ৯০৭৩৩৬২০০০ নম্বরে অভিযোগ জানালেই ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর।

অনেক সময় দেখা যায়, রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। স্থানীয় প্রশাসনের কাছে জানালেও কাজ হচ্ছে না। কোথায় জানালে কাজ হবে, তাও ঠিকমতো জানা নেই। এই পরিস্থিতিতে যাতে আর সাধারণ মানুষকে পড়তে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। তবে ছবি-‌সহ জানাতে হবে বিস্তারিত তথ্য।

উড়ালপুল বা কালভার্ট সংস্কারের প্রয়োজন হলেও, অনেক সময় পূর্ত দপ্তরের নজরে পড়ে না। কিন্তু সাধারণ মানুষ ওই নম্বরে ছবি ও তথ্য-‌সহ হোয়াট্‌সঅ্যাপ করলে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অনেক আবাসন পূর্ত দপ্তরের দায়িত্বে থাকে। সংস্কারের প্রয়োজন হলেও অনেক সময় তা পূর্ত দপ্তর জানতে পারে না। এ-‌ক্ষেত্রে বাসিন্দারা জানালেই সেই আবাসন সংস্কার করে দেওয়া হবে।‌