জুলাই ২৯, ২০১৮
বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর

রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি বলেই শুক্রবার বিধানসভায় দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অভাব ও অন্যান্য কারণে দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। কিন্তু একজন চাষীও এই রাজ্যে আত্মহত্যা করেননি।
কয়েকদিন আগেই মেদিনীপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, বাংলার কৃষকরা দুর্দশাগ্রস্ত। এদিন তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন। বিভ্রান্ত করছেন।’’ তাঁর বক্তব্য, এ রাজ্যের কৃষকদের আয় ইতিমধ্যেই ৩.২ গুণ বাড়ানো হয়েছে।
কৃষকদের দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন, “কেন্দ্র শুধু বড় বড় কথা বলে আর সব ভুল তথ্য দেয়। বিমা যোজনা আছে। কিন্তু যখন ধান নষ্ট হয় রাজ্য দেয় ৬০%। কেন্দ্র দেয় ৪০%. একটা কাগজ দেখলাম, যদি কৃষক বিমার টাকার জন্য আবেদন করেন, সেই ফর্মে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকে। আবার বলছে আধারকার্ড চাই। এ তো বাজনার চেয়ে খাজনা বেশি।”
কৃষকদের বিমা দেওয়ার ক্ষেত্রে নতুন ফর্ম করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে। সেখানে টাকা দেয় রাজ্যও। তারপরও কেন প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ফর্মে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
কৃষকদের স্বার্থে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ৩০ লাখ কৃষককে পুরো ক্ষতিপূরণ দিয়েছি। তাঁদের কম দামে বিদ্যুৎ দিয়েছি। হিমঘর ও কৃষক বাজার বানিয়ে দিয়েছি। কৃষিরত্ন দেওয়া হয়। চাষের জমি মিউটেশন কর মকুব হয়েছে।সারা দেশের এই মডেল ফলো করা উচিত।”
সৌজন্যে: সংবাদ প্রতিদিন