সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৮

এমভি শিক্ষাশ্রী: হাওড়া–মিলেনিয়াম পার্ক যাওয়া যাবে মাত্র ৬ টাকায়

এমভি শিক্ষাশ্রী: হাওড়া–মিলেনিয়াম পার্ক যাওয়া যাবে মাত্র ৬ টাকায়

গঙ্গায় নামল ৪০০ যাত্রীবহনের ক্ষমতাসম্পন্ন জলযান এমভি শিক্ষাশ্রী। হাওড়া থেকে মিলেনিয়াম পার্ক রুট দিয়েই শুরু হল এই জলযানের যাত্রা। ভাড়া মাত্র ৬ টাকা। অন্য রুটেও চলতে পারে এই জলযানটি। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পরিবহন দপ্তর।

প্রতিদিনই চলবে জলযানটি। অন্য লঞ্চের মতোই জেটিতে দাঁড়াবে ৫ মিনিট। এই নির্দিষ্ট সময়ে যতজন উঠতে পারবেন ততজন যাত্রীকে নিয়েই ছাড়বে এমভি শিক্ষাশ্রী।

যাত্রী পরিষেবায় বিঘ্ন না ঘটিয়ে এই জলযানটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে।আগামী দিনে এটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনাও রয়েছে। এটি তৈরি করতে খরচ হয়েছে ১ কোটি ৯৭ লক্ষ। নিচের ডেকে ২৫০ জন দোতলায় ১২৫ জন এবং তিনতলায় ২৫ জন যাত্রী যেতে পারবেন।

জলপথ পরিবহণে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাত্রী নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে। জলপথ পরিবহণকে আরও উন্নত করতে বিশ্ব ব্যাঙ্ক থেকেও অর্থ সাহায্য আসছে। পণ্য পরিবহণের ক্ষেত্রেও পরিবহণ দপ্তর বিশেষ গুরুত্ব দিচ্ছে জলপথকে। বিভিন্ন মন্ত্রকের ছাড়পত্রও পাওয়া গেছে। আগস্ট মাসে রাজ্যে আরও জলযান নামছে।‌‌

সৌজন্যে: আজকাল