জুলাই ২৪, ২০১৮
পিটিয়ে খুনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশের বিভিন্ন জায়গায় পিটিয়ে খুনের ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেন। গণপিটুনির বিরুদ্ধ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরব হলেও কেন কেন্দ্র কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আলওয়ারের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি, সবাইকে সঙ্গে নিয়ে চলি। সকল ধর্ম ও সম্প্রদায়কে সম্মান করা এ দেশের চিরন্তন ঐতিহ্য। কিন্তু, বিজেপি ধর্মের নামে বিভেদ তৈরি করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এরকম ঘটনার নিন্দা করছেন। কিন্তু, নিজেদের দলের নেতাদের কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না ? তাঁদের বিদ্বেষপূর্ণ প্রচারের জন্য এরকম ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, কিছু ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী নিজেদের হাতে আইন নিয়ে এসব করছে। আমাদের রাজ্যেও যদি কিছু ঘটে, আমরা সমর্থন করব না। পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।