জুলাই ২, ২০১৮
এবার বাঁকুড়ার আম পাড়ি দিল দুবাই

বাঁকুড়ার আমচাষিদের জন্য সুখবর। এই প্রথম বাঁকুড়ার আম পাড়ি দিল দুবাই। গত ২২শে জুন ছয় টন আম্রপালি আম পাড়ি দিল দুবাইয়ের উদ্দেশ্যে।
রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর উদ্যোগ নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা আমি বিদেশে রপ্তানি করার জন্য। মালদার হিমসাগর, ল্যাংড়া ও লক্ষণভোগ ইতিমধ্যেই বিদেশে সাড়া ফেলেছে। গত বছর মধ্য-প্রাচ্য, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ১০০ টন আম পাঠানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান বলেন, আম্রপালির চাহিদা খুব বেশী কারণ আমটি সুগন্ধী ও সুস্বাদু।
গত ১৭ই জুন দিল্লীতে শুরু হয়েছে আম উৎসব। সেখানে রাজ্যের আম খুব জনপ্রিয় হয়েছে। গড়ে প্রতিদিন সেখানে ২০ ক্যুইন্টাল আম বিক্রি হয়েছে। এই আমি উৎসবের জন্য বাঁকুড়া থেকে ১৭ টন আম নতুন দিল্লী নিয়ে যাওয়া হয়েছে।
এ বছর বাঁকুড়া জেলার ৪০০ একর সরকারি জমিতে আম চাষ করা হয়েছে। গড়ে প্রতি একরে ১০ টন আম উৎপাদিত হয়েছে।