সাম্প্রতিক খবর

জুলাই ১১, ২০১৮

আগামী বছর থেকে জেলায় জেলায় আম উৎসব

আগামী বছর থেকে জেলায় জেলায় আম উৎসব

কলকাতার পাশাপাশি এবার জেলায় জেলায় অনুষ্ঠিত হবে আমি উৎসব। আগামী বছর থেকে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর আম উৎসবের আয়োজন করবে প্রতিটি জেলায়।

২৯শে জুন কলকাতার শ্যামবাজারে তিনদিন ব্যাপী আম উৎসবের উদ্বোধন করতে গিয়ে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী একথা জানান।

আম উৎপাদনকারী চাষিদের এবং যে স্বনির্ভর গোষ্ঠীরা আম থেকে জ্যাম, আচার, ও নানারকম খাদ্য সামগ্রী তৈরী করে তাদের আমন্ত্রণ করা হবে। যারা আমের রপ্তানির সাথে যুক্ত তাদেরও আমন্ত্রণ করা হবে।3