জুলাই ১১, ২০১৮
আগামী বছর থেকে জেলায় জেলায় আম উৎসব

কলকাতার পাশাপাশি এবার জেলায় জেলায় অনুষ্ঠিত হবে আমি উৎসব। আগামী বছর থেকে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর আম উৎসবের আয়োজন করবে প্রতিটি জেলায়।
২৯শে জুন কলকাতার শ্যামবাজারে তিনদিন ব্যাপী আম উৎসবের উদ্বোধন করতে গিয়ে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী একথা জানান।
আম উৎপাদনকারী চাষিদের এবং যে স্বনির্ভর গোষ্ঠীরা আম থেকে জ্যাম, আচার, ও নানারকম খাদ্য সামগ্রী তৈরী করে তাদের আমন্ত্রণ করা হবে। যারা আমের রপ্তানির সাথে যুক্ত তাদেরও আমন্ত্রণ করা হবে।3