জুলাই ১৩, ২০১৮
বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা বিজেপির: মমতা বন্দ্যোপাধ্যায়

দেশ জুড়ে রাজনৈতিক বিরোধিতা হলেই তার কন্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী বলেছেন, “বিরোধীদের মুখ বন্ধ করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। অন্যায়ের প্রতিবাদ করলেই হেনস্থা করা হচ্ছে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিশনারিজ অব চ্যারিটির মাদারকে বিশ্ব জুড়ে চেনে। আমিও মাদার, সিস্টার প্রেমাকে ভালভাবে চিনতাম। মাদার শুধু ভারতেরই না, সারা বিশ্বের। কিন্তু, কেন্দ্রের শাসকদল বিরোধীদের মুখবন্ধ করতে এই সব কাজ করছে। শুধু তো নেতারা বলছে তা নয়, সাধারণ নিচু স্তরের কর্মীরাও বললে সঙ্গে সঙ্গে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে। একজন অন্যায় করলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু, তাই বলে সবাই খারাপ হবে কেন?’
তিনি আরও বলেন, ওই মিশনারি প্রতিষ্ঠা করেছিলেন মাদার টেরিজা। এখন ওই প্রতিষ্ঠানকে জড়িয়েও কুৎসা করা হচ্ছে। সিস্টাররা আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন। বিজেপি কাউকেই ছাড়ছে না। এটা খুবই নিন্দনীয়। মিশনারিজ অব চ্যারিটি হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাবে এটা আশা রাখি।
পাশাপাশি, যোগেন্দ্র যাদবের ঘটনায় মমতা ট্যুইট করে বলেছেন, ২০১৯-এর নির্বাচন এগিয়ে আসছে। বিজেপি তাদের এজেন্সি দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে রাজনৈতিক প্রতিহিংসায়। আমি এর কড়াভাবে নিন্দা করছি।