সাম্প্রতিক খবর

জুলাই ২১, ২০১৮

২১শে জুলাই: ফিরে দেখা ১৯৯৩ সালের অভিশপ্ত দিনটি

২১শে জুলাই: ফিরে দেখা ১৯৯৩ সালের অভিশপ্ত দিনটি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতি বছর ২১শে জুলাই শহীদ দিবস পালন করে। ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান কলকাতায়।

নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোটের জন্য সচিত্র পরিচয়পত্রের দাবীতে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন মহাকরণ অভিযানের।

রক্তাক্ত ইতিহাস

দলের কর্মীরা কলকাতার পাঁচটি অঞ্চলে জমায়েত হন ওই দিন। তারা সকলে ব্রেবোর্ণ রোড ধরে এগোতে শুরু করেন মহাকরণের উদ্দেশে। এক বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথরোধ করে দাঁড়ায় টি বোর্ডের অফিসের কাছে; মহাকরণ থেকে ঢিলছোঁড়া দূরত্বে। লাঠির আঘাত নেমে আসে অচিরেই।

যুব কর্মীরা – যারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিল – এত মার খেয়েও এগিয়ে যেতে থাকেন। পুলিশ এবার ছোঁড়ে কয়েক শেল কাঁদানে গ্যাস, কিন্তু, তারপরও যুব কর্মীরা এগোতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু, পুলিশ একেবারে হিংসাত্মক ভাবে মারধোর করতে থাকেন কর্মীদের। বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এরপর ওই অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মানুষ কার্জন পার্ক পেরিয়ে দৌড়াতে শুরু করেন; এবার পুলিশ গুলি চালানো শুরু করে, মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন অসংখ্য মানুষ। প্রাণ হারান ১৩ জন সমর্থক ও আহত হন শতাধিক।

সেই থেকে প্রতি বছর ওই দিনটিতে শহীদদের স্মৃতিতে সমাবেশের আয়োজন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৩ সালের ২১ শে জুলাই যারা শহীদ হয়েছিলেনঃ

শ্রীকান্ত শর্মা
বন্ধন দাস
দিলীপ দাস
অসীম দাস
কেশব বজ্রঙ্গি
বিশ্বনাথ রায়
কল্যাণ ব্যানার্জি
প্রদীপ রায়
রতন মণ্ডল
মুরারি চক্রবর্তী
রণজিৎ দাস
আবদুল খালেক
ইনু