জুলাই ২৮, ২০১৮
বজ্রপাত ঠেকাতে পুর পার্কে নতুন যন্ত্র

বাজ পড়ে দুর্ঘটনা এড়াতে শহরের পার্কে বসছে লাইটনিং কন্ডাক্টর (বজ্রপাত নিরোধক) যন্ত্র। কলকাতা পুরসভার উদ্যোগে পার্কে বসছে বজ্রপাত এই যন্ত্র।
মেয়র পারিষদ (উদ্যান) জানালেন, ‘খোলামাঠে বাজ পড়ে বিপদের আশঙ্কা থাকে। তাই এবার পুর পার্কগুলিতে বসানো হবে লাইটনিং কন্ডাক্টর। যেসব পার্কে সৌর আলো রয়েছে, সেখানে আগে কাজ হবে। মূলত সৌর প্যানেলগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগে ওই পার্কগুলিতে বসানো হবে বজ্র নিরোধক যন্ত্র।’
পুরসভার আলো দপ্তরের পদস্থ আধিকারিক জানান, প্রথম পর্যায়ে শহরের ৬-৭টি পার্কে বসানো হবে এই যন্ত্র। দেশপ্রিয় পার্কের চার কোণে চারটি যন্ত্র বসানো হয়েছে। প্রায় ৩০ মিটার উঁচু লাইটনিং কন্ডাক্টর। বাজ পড়লেই ওই যন্ত্র তা মাটিতে টেনে নেবে। পার্কের ভিতরে কোনওরকম ক্ষয়ক্ষতি হবে না।
কলকাতা পুরসভার অধীনে ৭০০টি পার্ক রয়েছে। প্রথম পর্যায়ে যেসব পার্কে সৌর বিদ্যুতের প্যানেল রয়েছে, সেখানেই বসানো হবে লাইটনিং কন্ডাক্টর। এরমধ্যে রয়েছে যতীন দাস পার্ক, ম্যাডক্স স্কোয়্যার, দেশবন্ধু পার্ক, পাটুলি উপনগরী।