জুলাই ১৮, ২০১৮
খয়েরবাড়িতেও এবার শুরু হবে লেপার্ড সাফারি, হরিণের পার্ক

জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উন্নয়নে এক গুচ্ছ প্রকল্প নিল রাজ্য বন দপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের খয়েরবাড়িতে ৪ হেক্টর জমির ওপর একটি ডিয়ার পার্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ খয়েরবাড়িতে ২৩ হেক্টর জমিতে বিশ্বমানের লেপার্ড সাফারি চালু করতে চায় বন দপ্তর।
শিলিগুড়িতে বেঙ্গল সাফারি ২০ হেক্টর জমির ওপর গড়ে উঠছে। আর দক্ষিণ খয়েরবাড়িতে বেঙ্গল সাফারির থেকেও বড় লেপার্ড সাফারি চালু করতে চাইছে বন দপ্তর। ইতিমধ্যেই ন্যাশানাল জু অথরিটির কাছে সেই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বন দপ্তর। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। বর্তমানে এখানে ৭টি চিতাবাঘ ও একটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ খয়েরবাড়ি থেকে সম্প্রতি শচীন ও সৌরভ নামক দুটি চিতাবাঘকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে।