সাম্প্রতিক খবর

জুলাই ২৬, ২০১৮

শহরের রাজপথে শীঘ্রই দেখা যাবে দোতলা বাস

শহরের রাজপথে শীঘ্রই দেখা যাবে দোতলা বাস

বুধবার বিধানসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ জানান, ৪-৫টি দোতলা বাস কলকাতার রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

সেসঙ্গে আরও বলেন, বেপরোয়া মোটরবাইক চালানো রুখে দুর্ঘটনা কমাতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে শীর্ষ পর্যায়ে পর্যালোচনা করছে পুলিশ, আইন ও পরিবহণ দপ্তর।

মুখ্যমন্ত্রী পরিবহণ দপ্তরের একজন সচিব পর্যায়ের অফিসারকে লন্ডনে পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। সেই সংগৃহীত তথ্যের ভিত্তিতেই শীঘ্রই ডবল ডেকার বাস কলকাতায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া বেপরোয়া মোটরবাইক চালনায় অনেকটা নিয়ন্ত্রণের সাফল্যের কথা উল্লেখ করে পরবর্তী ভাবনার কথা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।