জুলাই ১৩, ২০১৮
মহিলাদের নিরাপত্তায় পথে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী

মহিলাদের নিরাপত্তায় কলকাতার পথে নামানো হয়েছে কলকাতা পুলিশের এক বিশেষ প্রমীলা বাহিনীকে। এই বাহিনীর নাম দেয়া হয়েছে ‘দ্য উইনার্স’। কলকাতা পুলিশের সার্জেন্টদের মতই মোটরসাইকেলে চড়ে এই প্রমীলা বাহিনী নজরদারি চালাবেন শহরের এ-মাথা থেকে ও-মাথা।
এই বাহিনীর লক্ষ্য থাকবে ইভটিজিং, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের মোকাবিলা করা। কলকাতা শহরে রোমিওদের শায়েস্তা করাও হবে এই প্রমীলা বাহিনীর অন্যতম কাজ। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে মহিলাদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়।
গত মার্চ মাস থেকে পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এ মহিলা পুলিশকর্মীদের প্রশিক্ষণ হয়েছে। অবশেষে বুধবার সেই ‘প্রমীলা বাহিনী’ রাজপথে কাজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলাদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা বেশি এমন জায়গায় পুলিশের
এই প্রমীলা বাহিনীর কর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘুরবেন। রাতের শহরে, অন্ধকার তথা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় মহিলারা যাতে কোনোরকম বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতেও তৎপর থাকবে এই বাহিনী। টহলদারির সময় যোগাযোগের জন্য তাঁদের কাছে থাকবে সরঞ্জামও।