জুলাই ২৫, ২০১৮
পুরসভার ভ্রাম্যমাণ চিকিৎসা যান

শহরের প্রত্যন্ত ওয়ার্ডগুলিতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু হল ভ্রাম্যমাণ চিকিৎসা যান। ২ জুলাই, ২০১৮ পুরভবনের প্রধান কার্যালয়ের সামনে ৫টি ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মহানাগরিক। ১৪৪টা ওয়ার্ডের মধ্যে ৬০টি ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা করবে এই ভ্যান। ওষুধও পাওয়া যাবে।
সকালে ৪ ঘণ্টা, বিকেলে ৪ ঘণ্টা ভ্যানগুলি ঘুরবে। ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানগুলিতে চিকিৎসক, নার্স, মেডিক্যাল অফিসার, কম্পাউন্ডার, ড্রাইভার ছাড়াও থাকবেন একজন কর্মী। পাওয়া যাবে ওষুধও। একইসঙ্গে পুরস্বাস্থ্য কেন্দ্রে এবার করা যাবে ব্যয়বহুল রক্তপরীক্ষাগুলো।
খোলা হচ্ছে অ্যাডভান্সড প্যাথলজি। ১৬টি ডেঙ্গি নির্ধারক কেন্দ্রেই রক্তের বহুমূল্য পরীক্ষাগুলি করা হবে। এর মধ্যে ৬টি কেন্দ্রে প্রাথমিকভাবে উন্নততর রক্তপরীক্ষা করা যাবে। এর জন্য সেমি অটোঅ্যানালাইজার মেশিন বসানো হয়েছে। পরীক্ষাগারের কর্মীদের প্রশিক্ষিত করা হয়েছে। থাইরয়েড, ডায়াবেটিস–সহ রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা যাবে।