সাম্প্রতিক খবর

জুলাই ২৫, ২০১৮

কন্যাশ্রীর ভূয়সী প্রশংসা সুপ্রিম কোর্টে

কন্যাশ্রীর ভূয়সী প্রশংসা সুপ্রিম কোর্টে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘কন্যাশ্রী’র ভূয়সী প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।

আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘আপনাদের রাজ্যে তো কন্যাশ্রী আছে, যেখানে রাজ্যের মেয়েদের বিশেষ সহায়তা করা হয়৷’

তৃণমূলের এই সাসংদ বলেন, ‘২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের সব জায়গায় মেয়েদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে৷ ৩৪ লক্ষ মেয়েকে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ বাংলার ঘরে ঘরে আজ সমাদৃত কন্যাশ্রী৷ ইউনেসকো এই প্রকল্পকে সম্মান ও স্বীকৃতি দিয়েছে৷’

তিনি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্কুল ছাত্রীদের সুবিধের জন্য সাইকেল দেওয়ারও ব্যবস্থা হয়েছে, যাতে বহু পড়ুয়া উপকৃত হয়েছে। এ কথা শুনে বিচারপতি বলেন, ‘এটা সত্যিই খুব ভালো উদ্যোগ, যেখানে লক্ষ্মীদের কল্যাণ হচ্ছে৷ কিন্ত্ত আপনারা জনগণের টাকা দিয়ে এই কাজ করছেন৷’

তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, তাতে রাজ্যে একটা নতুন দিশা তৈরি হয়েছে৷’