সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৮

কলেজে ভর্তিতে অনিয়ম, কড়া মুখ্যমন্ত্রী

কলেজে ভর্তিতে অনিয়ম, কড়া মুখ্যমন্ত্রী

টাকা দিয়ে ভর্তিপ্রক্রিয়া রুখতে প্রশাসনিক স্তরে আগেই কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপরও ভর্তিপ্রক্রিয়া কেমন চলছে তা দেখতে সোমবার সকালে নবান্ন যাওয়ার আগে আচমকাই আশুতোষ কলেজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখেন। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।ফের স্পষ্ট করে দেন ভর্তি নিয়ে কোনও ‘‌দুর্নীতি’‌ বরদাস্ত করা হবে না।

এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পড়াশোনার সুযোগ যেন সবাই পায় সেটা দেখতে হবে। কেউ যদি মনে করে ভয় দেখিয়ে টাকা আদায় করবে, টাকা তুলবে, এ সব বরদাস্ত করব না। আমিও ছাত্র রাজনীতি করেছি। যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আমার ৭–৮ বছর ছাত্র রাজনীতি করে কেটেছে। আমি অবশ্য কারও কাছে কোনও অভিযোগ পাইনি। অধ্যক্ষ, ছাত্র সংসদ, কলেজের কর্মী–আধিকারিক সবার সঙ্গে কথা বলেছি। অনলাইন ডেস্কে গিয়েও খোঁজ নিয়েছি। সবাইকে বলেছি, লক্ষ্য রাখুন। সুন্দর করে সবাই যেন পড়াশোনার সুযোগ পায়। অনেক কষ্ট করে বাবা–মায়েরা ভর্তি করেন। কারও বাবা হয় তো রিকশা চালান। এটা লজ্জার নয়, গর্বের। যোগ্যতা অনুযায়ী সবাই যাতে ভর্তি হতে পারে, সেটা দেখতে হবে। টাকা যেন বাধা না হয়ে দাঁড়ায়।’‌

তিনি আরো বলেন, “অনলাইনে ভর্তিতে কোনও অভিযোগ নেই। তবে যেখানে তোলাবাজি হচ্ছে সেখানে কড়া পদক্ষেপ করবে সরকার। ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। মেধার ভিত্তিতে তাঁরা ভর্তি হোন এটাই আমি চাই। অনেক দুঃস্থ ,তাঁদের পড়ার সুযোগ করে দিতে হবে। ছাত্র ইউনিয়নের সদস্যদের অনুরোধ করেন, ছাত্রছাত্রীদের ভর্তিতে সহযোগিতা করার। ছাত্র টাকা দি্যে পড়তে পারে না”।