জুলাই ১০, ২০১৮
রাজ্য সরকারের মৎস্য চাষের নীতির ফলে উপকৃত মৎস্যজীবীরা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, হাতে নিয়েছে প্রতি দপ্তরের জন্য অনেক প্রকল্প নীতি। উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলঃ-
দি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ইনভেস্টমেন্ট পলিসি ২০১৫:মাছ চাষে বিনিয়োগ আনতে রাজ্য সরকার ‘দি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ইনভেস্টমেন্ট পলিসি ২০১৫’ শুরু করেছে। ৩০টি প্রকল্প (যাতে আনুমানিক বিনিয়োগ হবে ৩৩৯.৩৫ কোটি টাকা) শুরু হয়েছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮ তে ১৯টি মৌ স্বাক্ষরিত হয়েছে যার মূল্য ৭৬০.৩০ কোটি টাকা।
সরকারি জলাশয়ের অধ্যায়ের পদ্ধতির সংস্কার:রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ম্যানুয়ালের সরকারি জলাশয়ের অধ্যায়ের সংস্কার করা হয়। এই সংস্কারের উদ্দেশ্য মৎস্যচাষে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়ানো, যার ফলে বাড়বে প্রতিযোগিতা। এই পদক্ষেপের ফলে বেড়েছে গ্রামীণ কর্মসংস্থান। মৎস্যজীবীদের সমবায়, মাছ চাষি ও স্বনির্ভর গোষ্ঠীদের টেন্ডার প্রক্রিয়ায় জোর দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ ও সম্প্রসারণ:২০১০-১১ সালে ৬,১৭০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৬,৩৯৪। কৃষি মেলা, জলাভূমি দিবস ও মৎস্য চাষি দিবসের নিয়মিত আয়োজন করা হয় সচেতনতা বাড়াতে।