জুলাই ৩০, ২০১৮
চালু হল মিষ্টি হাবের ফেসবুক পেজ

নিউ টাউনের মিষ্টি হাব এবার ফেসবুকে। উদ্বোধন হওয়ার কয়েকদিনের মধ্যেই এই মিষ্টি হাব পেয়েছে বিপুল জনপ্রিয়তা। এবার সোশ্যাল মিডিয়ায় এই হাবের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই আশা করা যায়।
যারা এই হাবে এসেছেন তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করা হবে এই ফেসবুক পেজে। মানুষ জানতে পারবে এখানকার বিভিন্ন ধরণের মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা।
এই হাবে কলকাতার সকল নামী মিষ্টি প্রস্তুতকারকদের দোকান আছে। এবং ক্রমবর্ধমান নিউটাউনের মানুষের নাগালের মধ্যেই এই মিষ্টি হাব। এটি সারা দেশের কাছে মডেল হতে পারে।
এই মিষ্টি হাবটি বিমান বন্দরের যাতায়াতের পথেই পড়ে। এটি বিশ্ব বাংলা সরণীর পাশেই অবস্থিত। তাই, এক ছাদের তলায় পর্যটকদের কাছে কলকাতার সেরা মিষ্টি তুলে দিতে এই স্থানে মিষ্টি হাব তৈরী করা হয়েছে।