সাম্প্রতিক খবর

জুলাই ২১, ২০১৮

আজ ধর্মতলায় শহীদ স্মরণ

আজ ধর্মতলায় শহীদ স্মরণ

আজ ঐতিহাসিক ২১শে জুলাই। ১৯৯৩ সালে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার কার্ডের ভিত্তিতে নির্বাচনের দাবী জানাতে গিয়ে বাম সরকারের পুলিশের গুলিতে কলকাতার রাজপথে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন সমর্থক। তার পরের বছর থেকে প্রতি বছর এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন শহীদ দিবস।

আজকের সভাকে উদ্দেশ্য করে রাজ্যের প্রতি জেলা থেকে এসেছেন অগণিত কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। সকল ধর্ম বর্ণের শ্রেণীর মানুষের গন্তব্য ধর্মতলা। বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবারের মতো বেশ কয়েকদিন আগে থেকেই কর্মী সমর্থকরা এসে জমা হয়েছেন কলকাতার বিভিন্ন অঞ্চলে। তাঁদের রাখা হয়েছে গীতাঞ্জলী স্টেডিয়াম, মিলন মেলা প্রাঙ্গন সহ বিভিন্ন জায়গায়। প্রতিটি শিবিরে আগতদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছেন নেতা ও কর্মীরা।

শহরের বিভিন্ন প্রান্তর থেকে ধর্মতলা যাবে বহু মিছিল। আগত মানুষের সুবিধার্থে খোলা হয়েছে বিভিন্ন ক্যাম্প। শহরের নানা জায়গায় গেট তৈরি করা হয়েছে। ব্যবস্থা রয়েছে ফার্স্ট এইড, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পানীয় জলের।

(File Pic from earlier year)