জুলাই ২০, ২০১৮
এক মাসেই নিউটাউনের ই-বাস পরিষেবা পেল অসামান্য সাফল্য

নিউটাউনের পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস পরিষেবা পেল অসামান্য সাফল্য। মাত্র এক মাসে দশ হাজারেরও বেশি মানুষ ব্যবহার করেছেন এই বাস পরিষেবা। এই অল্প সময়ে এত মানুষকে পরিষেবা দেওয়াটা নিশ্চিতভাবেই সাফল্যের নিদর্শন।
বাংলায় এইরকম পরিষেবা প্রথম নিউটাউনেই চালু হয়। তিনটি ৩২ আসন বিশিষ্ট বাস চালাচ্ছে হিডকো – অ্যাকশন এরিয়া ১-এর জন্য দুটি এবং অ্যাকশন এরিয়া ২-এর জন্য একটি। এই বাসগুলির গড় গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে। বাস ভাড়া ১০ টাকা।
এই বাসগুলিতে কোনও কন্ডাক্টর থাকে না, ড্রাইভাররা সরাসরি যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য সংগ্রহ করেন এবং বাসের দরজার পাশে লাগানো একটি যন্ত্র থেকে টিকিট বের হয়।
এই বাসগুলির ব্যাটারি চার্জ দিতে নিউটাউনে তিনটি ৫০ কিলো ওয়াটের চার্জিং স্টেশন তৈরী করা হয়েছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে এই বাসের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে।
প্রসঙ্গত, পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থায় নিউটাউন অগ্রণী ভূমিকা পালন করছে। এখানে চালু হয়েছে সাইকেল শেয়ারিং পরিষেবা, যা সাফল্য অর্জন করেছে। কথা চলছে শেয়ারের ভিত্তিতে এখানে ই-ভেহিকেল চালানোর।