সাম্প্রতিক খবর

জুলাই ২০, ২০১৮

নিজের মাতৃভূমি, রাজ্যকে কখনও ভুলবে নাঃ খড়গপুর আইআইটির সমাবর্তনে বললেন মুখ্যমন্ত্রী

নিজের মাতৃভূমি, রাজ্যকে কখনও ভুলবে নাঃ খড়গপুর আইআইটির সমাবর্তনে বললেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ খড়গপুর আইআইটির ৬৪তম সমাবর্তনে উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে ছিলেন মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাজ্যপাল, আইআইটির ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, মন্ত্রী, শিক্ষক শিক্ষিকা এবং আধিকারিকরা।

তিনি তাঁর বক্তব্যের সুচনায় মাননীয় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান তাঁকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, এখানে সবার মাঝে আসতে পেরে সম্মানিত বোধকরছি। তিনি পড়ুয়াদের বলেন বিশ্বজয়ের স্বপ্ন দেখতে। পাশাপাশি নিজের মাতৃভূমিকে বা রাজ্যকে কখনও না ভোলার উপদেশ দেন তিনি। সবসময় নিজের অভিভাবক ও শিক্ষকদের সম্মান করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

সকল পিএইচডি প্রাপক, স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের আমার উষ্ণ অভিনন্দন। আমার মনে হয় এটা তোমাদের বিশ্বজয়ের শুরু। আমি মনে করি এটা নিছক পুরস্কার বা ডিগ্রী অর্জন নয়। আমরা আইআইটি খড়গপুরকে নিয়ে গর্বিত; আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীদিনে তোমরা বিশ্বজয়ী হবে। লক্ষ্য স্থির কর। সম্প্রীতির ভারত তৈরী করার জন্য কাজ কর, যেখানে সমস্ত জাতি, ধর্ম শ্রেণী, সমাজের মানুষ সমান।

আইআইটির নাম ও যশ দুইই আছে। তোমরা খুব ভাগ্যবান এখানে পড়ার সুযোগ পেয়েছ। তোমাদের অভিভাবক এবং শিক্ষকরাও ভাগ্যবান। আমার পরিবারের একজনও এখানে পড়েছে। আমি একদিন তাঁকে জিজ্ঞেস করেছিলাম কেন সবাই খড়্গপুরের এত প্রশংসা করে? সে বলেছিল, আমাদের শিক্ষকরা অসাধারণ। তাই, আজ তোমরা যেখানে পৌঁছেছো তার কৃতিত্ব শিক্ষকদের ও অভিভাবকদের। তাদের সবসময় সম্মান জানাবে।

সমস্ত পড়ুয়াকে শুভেচ্ছা জানাই। আমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে। আমি তোমাদের অনুরোধ করব, নিজের মাতৃভূমি ও রাজ্যকে কখনও ভুলো না। নিজের অভিভাবক ও শিক্ষকদেরও কখনও ভুলো না। সবসময় মনে রাখবে এই মাটি মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, ড রাজেন্দ্র প্রসাদ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য মনীষীদের মাটি।

আমি কবিগুরু রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করব – “চিত্ত যেথা ভয় শুন্য, উচ্চ যেথা শির”। তোমাদের মাথা সবসময় উঁচু থাকা উচিত। সাহসী হও। যেখানেই থাকবে, নিজের ওপর বিশ্বাস রাখবে। আত্মপ্রত্যয়ী হবে। আগামীদিনে আইআইটি থেকে পাস করা পড়ুয়াদের দক্ষতা ও মেধার প্রশংসা সারা বিষয় করবে। এটি বিশ্বের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানের একটি, প্রযুক্তির অগ্রগতিতেও অবদান অনস্বীকার্য।

ধন্যবাদ।