সাম্প্রতিক খবর

জুলাই ৫, ২০১৮

কৃষকদের দীর্ঘ মেয়াদী ঋণের সুদে এবার ভর্তুকি দেবে সমবায়

কৃষকদের দীর্ঘ মেয়াদী ঋণের সুদে এবার ভর্তুকি দেবে সমবায়

এবার থেকে কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণের সুদে ভর্তুকি দেবে সমবায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গত জানুয়ারি মাসে সমবায়ের জন্য গঠিত রাজ্য স্তরের উপদেষ্টা কমিটি এই পরামর্শ দিয়েছে। এই কমিটি মূলত গ্রামাঞ্চলে সমবায়ের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য গড়া হয়েছিল।

ইতিমধ্যেই কৃষকদের নেওয়া স্বল্প মেয়াদী ঋণের জন্য সুদে ভর্তুকি দেওয়া হয়। এবার দেওয়া হবে দীর্ঘ মেয়াদী ঋণের সুদের ক্ষেত্রেও। এর ফলে রাজ্যের কৃষি ক্ষেত্রে আরও উন্নতি হবে।

তৃণমূল কংগ্রেস সরকার গত সাত বছরে রাজ্যের কৃষি ক্ষেত্রে নতুন ভাবে প্রাণের সঞ্চার করেছে একগুচ্ছ পদক্ষেপ ও প্রকল্পর মাধ্যমে। রাজ্য পেয়েছে পর পর পাঁচটি কৃষি কর্মন পুরস্কার। এক লক্ষ কৃষককে বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি মাসিক ভাতাও ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে।