জুলাই ১১, ২০১৮
প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের ডিজাইন করা পোশাক মিলবে শহরের একাধিক শোরুমে

গতবছর, পয়লা বৈশাখের আগের দিন শহরের ‘মোহর কুঞ্জ’-এ প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা অংশগ্রহণ করেছিলেন ফ্যাশন শোয়ে। তাঁরা শুধুমাত্র র্যাম্পেই হাঁটেননি, নিজের হাতে ডিজাইন করেছিলেন পোশাকও! থিম ছিল–বাংলার ১২ ঋতু।
এবার আরেক নয়া পদক্ষেপ! প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের ডিজাইন করা পোশাক মিলবে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘টার্টল’-এর শোরুমে। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতর পোশাক বানানোর জন্য আলাদা একটি জায়গা তৈরি করা হয়েছে। আপাতত, ৩০জন বন্দি এই কাজে যুক্ত থাকবেন। সংশোধনাগারে অত্যাধুনিক সেলাই মেশিন ও পোশাক তৈরির অত্যাধুনিক সরঞ্জামও নিয়ে আনা হয়েছে। কাজ শুরুর আগে, ‘টার্টল’-এর তরফ থেকে বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশোধন প্রশাসন দপ্তরের তরফে বাছাইকরা কয়েকজন বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বহুদিন ধরেই। মন্ত্রীর বক্তব্য, এই উদ্যোগের ফলে বন্দিদের মুক্তির পর জীবিকা সন্ধানে কাজে লাগবে এই প্রশিক্ষণ। পোশাক ডিজাইন করার এই প্রশিক্ষণটি দেওয়া হবে বিভিন্ন পর্যায়ে, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে। তাদের দেওয়া হবে ওয়ার্ক অর্ডার, বেঁধে দেওয়া হবে লক্ষ্যমাত্রা। বন্দিদের তৈরী পোশাকগুলি বিভিন্ন শোরুমে সেরা পোশাকগুলির মধ্যে যাতে জায়গা করে নিতে পারে, সেটাই হবে লক্ষ্য।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সংশোধনাগারের বন্দিদের দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিয়ে আসছে মা, মাটি, মানুষের সরকার।